কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে টোলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্য়ায় এই ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের শোকসভায় যাওয়ার পথে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে টোলকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ দাবি করেছে, টোলকর্মীরা তাদের ওপর হামলা করেছে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ, ছাত্রলীগের কর্মী সম্রাট, অমিত, চয়নসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজন কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন।
নাজমুল হোসেন বলেন, ‘আজ জেলা ছাত্রলীগের শোকসভার কর্মসূচি ছিল। প্রায় ১৫০টি মোটরসাইকেল নিয়ে আমরা সভায় যাচ্ছিলাম। সকাল ১১টার দিকে টোলপ্লাজা এলাকায় পৌঁছালে কর্মচারীরা টোল দাবি করেন। আমরা বললাম, অনুষ্ঠানে দেরি হয়েছে, আমরা ছাত্রলীগ করি, আমাদের ছেড়ে দেন। ছাত্রলীগ পরিচয় শুনে আরও বেশি চড়াও হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তারা।’
হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন এ ছাত্রলীগ নেতা।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, ‘জেলা ছাত্রলীগের সভা ছিল। আমি গাড়ি নিয়ে আগে টোলপ্লাজা পার হয়ে চলে যাই। পরে শুনেছি টোলের লোকজন অতর্কিতে হামলা করেছে। আমি আহতদের খোঁজখবর নিয়েছি। বিষয়টি নিয়ে সাংগঠনিক ভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টোল প্লাজায় হাত উঁচিয়ে ছাত্রলীগের মোটরসাইকেল বহর থামান এক টোলকর্মী। মোটরসাইকেল থামিয়ে ওই টোলকর্মীকে কয়েকজন মিলে মারতে দেখা যায়। বেশ কিছুক্ষণ তাঁকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এরপর তাঁরা চলে যান। এরপর টোলকর্মীদের লাঠিসোটা নিয়ে তাদের পিছু ধাওয়া করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজার ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, ‘কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানি না। সেখানে সিসিটিভি আছে। ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে। তবে আমাদের অনেক কর্মচারী আহত আছেন। এখনই কিছু বলতে চাই না।’
পরে সন্ধ্যায় আবার যোগাযোগ করা হলে টোলপ্লাজার ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, ‘সিসিটিভি ফ্রুটেজ দেখিছি। কর্মীরা টোল চাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আদায়কৃত টাকা ছিনতাই করে নিয়ে গেছে। মামলার বিষয়টি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে টোলকর্মীদের হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার কুমারখালীতে টোলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্য়ায় এই ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের শোকসভায় যাওয়ার পথে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে টোলকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ দাবি করেছে, টোলকর্মীরা তাদের ওপর হামলা করেছে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ, ছাত্রলীগের কর্মী সম্রাট, অমিত, চয়নসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজন কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন।
নাজমুল হোসেন বলেন, ‘আজ জেলা ছাত্রলীগের শোকসভার কর্মসূচি ছিল। প্রায় ১৫০টি মোটরসাইকেল নিয়ে আমরা সভায় যাচ্ছিলাম। সকাল ১১টার দিকে টোলপ্লাজা এলাকায় পৌঁছালে কর্মচারীরা টোল দাবি করেন। আমরা বললাম, অনুষ্ঠানে দেরি হয়েছে, আমরা ছাত্রলীগ করি, আমাদের ছেড়ে দেন। ছাত্রলীগ পরিচয় শুনে আরও বেশি চড়াও হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তারা।’
হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন এ ছাত্রলীগ নেতা।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, ‘জেলা ছাত্রলীগের সভা ছিল। আমি গাড়ি নিয়ে আগে টোলপ্লাজা পার হয়ে চলে যাই। পরে শুনেছি টোলের লোকজন অতর্কিতে হামলা করেছে। আমি আহতদের খোঁজখবর নিয়েছি। বিষয়টি নিয়ে সাংগঠনিক ভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টোল প্লাজায় হাত উঁচিয়ে ছাত্রলীগের মোটরসাইকেল বহর থামান এক টোলকর্মী। মোটরসাইকেল থামিয়ে ওই টোলকর্মীকে কয়েকজন মিলে মারতে দেখা যায়। বেশ কিছুক্ষণ তাঁকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এরপর তাঁরা চলে যান। এরপর টোলকর্মীদের লাঠিসোটা নিয়ে তাদের পিছু ধাওয়া করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজার ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, ‘কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানি না। সেখানে সিসিটিভি আছে। ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে। তবে আমাদের অনেক কর্মচারী আহত আছেন। এখনই কিছু বলতে চাই না।’
পরে সন্ধ্যায় আবার যোগাযোগ করা হলে টোলপ্লাজার ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, ‘সিসিটিভি ফ্রুটেজ দেখিছি। কর্মীরা টোল চাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আদায়কৃত টাকা ছিনতাই করে নিয়ে গেছে। মামলার বিষয়টি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে টোলকর্মীদের হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৬ মিনিট আগে