কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় সাপের কামড়ে মতিয়ার রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে কয়েকঘণ্টা কবিরাজের কাছে বৃথা চিকিৎসা দেওয়া হয়।
নিহত মতিয়ার রহমান উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত এস এম আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মতিয়ার পাশের বাড়ির হায়দার আলীর পুকুর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর পায়ে সাপে কামড় দিলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছুটে এসে মতিয়ারকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জাকিরুল ইসলাম বলেন, ‘মতিয়ার রাতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এ সময় তাঁর পায়ে হঠাৎ কিছু একটা পোকা-কামড় দেয়। কামড়ে সে চিৎকার শুরু করলে আমরা ছুটে যাই। প্রথমে তাঁকে স্থানীয় কবিরাজ বাড়ি নিয়ে বাঁচানোর চেষ্টা করি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সাপের কামড়ে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় সাপের কামড়ে মতিয়ার রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে কয়েকঘণ্টা কবিরাজের কাছে বৃথা চিকিৎসা দেওয়া হয়।
নিহত মতিয়ার রহমান উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত এস এম আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মতিয়ার পাশের বাড়ির হায়দার আলীর পুকুর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তাঁর পায়ে সাপে কামড় দিলে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছুটে এসে মতিয়ারকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জাকিরুল ইসলাম বলেন, ‘মতিয়ার রাতে পুকুরপাড়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এ সময় তাঁর পায়ে হঠাৎ কিছু একটা পোকা-কামড় দেয়। কামড়ে সে চিৎকার শুরু করলে আমরা ছুটে যাই। প্রথমে তাঁকে স্থানীয় কবিরাজ বাড়ি নিয়ে বাঁচানোর চেষ্টা করি। সেখানে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সাপের কামড়ে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২০ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে