রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রহিম (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ মঙ্গলবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিম উপজেলার দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আব্দুর রহিমের ছোট ভাই জিয়াউর রহমান বলেন, তাঁর বড় ভাই জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে মানসিক বিষাদে ভুগছিলেন। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাঁদের বিষয়টি জানালে গত ১৮ মার্চ ২৮ দিনের ছুটি নিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সোমবার বিকেল ৫টার দিকে তাঁর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশকে খবর দিলে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আব্দুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর স্বামী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। আব্দুর রহমান আত্মহত্যার পথ বেছে নেবেন সেটি কখনোই ভাবেননি তিনি। পরিবারের অজান্তে এ কাজ করেছেন তাঁর স্বামী। তাঁদের সংসারে তিনটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় ১৮ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন আব্দুর রহমান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে আব্দুর রহিম নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। রাত ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, আব্দুর রহমান মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

কুড়িগ্রামের রৌমারীতে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রহিম (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ মঙ্গলবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিম উপজেলার দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আব্দুর রহিমের ছোট ভাই জিয়াউর রহমান বলেন, তাঁর বড় ভাই জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে মানসিক বিষাদে ভুগছিলেন। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাঁদের বিষয়টি জানালে গত ১৮ মার্চ ২৮ দিনের ছুটি নিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সোমবার বিকেল ৫টার দিকে তাঁর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশকে খবর দিলে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আব্দুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর স্বামী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। আব্দুর রহমান আত্মহত্যার পথ বেছে নেবেন সেটি কখনোই ভাবেননি তিনি। পরিবারের অজান্তে এ কাজ করেছেন তাঁর স্বামী। তাঁদের সংসারে তিনটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় ১৮ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন আব্দুর রহমান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে আব্দুর রহিম নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। রাত ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, আব্দুর রহমান মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১৭ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে