Ajker Patrika

কুড়িগ্রামে জেলা আমিরসহ জামায়াতের ১১ নেতা কর্মী কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জেলা আমিরসহ জামায়াতের ১১ নেতা কর্মী কারাগারে

নাশকতার মামলায় কুড়িগ্রামে জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ ১১ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় জামায়াতের রুকন ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর কবীর এ আদেশ দেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারাগারে পাঠানো নেতা কর্মীরা হলেন–রাজারহাট উপজেলা জামায়াতের আমির কপিল উদ্দিন, জামায়াতের কর্মী আব্দুল হাই, আইয়ুব আলী, আব্দুল হক, শাকিব জামান, আব্দুর সবুর, আব্দুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আব্দুল আউয়াল। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নে জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াতের ২০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করে। 

ওই মামলায় উল্লেখিত আসামিরা এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত একজনের জামিন আদেশ দিলেও জামায়াতের জেলা আমিরসহ ১১ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্রাহাম লিংকন। জামাত নেতা ইয়াসিন আলীর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। অপর ১১ জন আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, বজলুর রশীদসহ ২০ থেকে ২২ জন আইনজীবী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত