চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে দমকা হাওয়াসহ বৃষ্টিতে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রায় শতাধিক পরিবারের লোকজন।
গতকাল মঙ্গলবার রাত ৩টায় উপজেলার নয়ারহাট ইউনিয়নের নাইয়ারচর গ্রামসহ বিভিন্ন স্থানে ঝড় হাওয়ায় প্রায় শতাধিক ঘর লন্ডভন্ডসহ চারটি ভেড়া মারা গেছে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা এস এম রানু সরকার বলেন, ‘মধ্যরাতে দমকা হাওয়াসহ বৃষ্টি এলে পাশের লোকজনের চিৎকারের শব্দ শুনতে পাই। এ সময় আমার পরিবারে লোকজনসহ বাইরে এসে দেখি অনেকের ঘর বাতাসে উড়ে গেছে, মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার গ্রামে যে পরিমাণ দমকা বাতাস হলো তা আগে কখনো দেখিনি।’
নাইয়ারচর গ্রামের ক্ষতিগ্রস্ত মো. আব্দুল হামিদ, মুকুল, সফি, লিটন, সুজা, মমিনুল ইসলামসহ অনেকেই বলেন, ঝড়ে তাঁদের কারও ঘরবাড়ি উড়ে গেছে, কারও ভেঙে গেছে।
একই এলাকার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মাস্টার বলেন, ‘আমার দুটা ভেড়া মারা গেছে, ঘরও ভেঙে গেছে।’
নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, ৭০টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

কুড়িগ্রামের চিলমারীতে দমকা হাওয়াসহ বৃষ্টিতে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে খোলা আকাশের নিচে বসবাস করছেন প্রায় শতাধিক পরিবারের লোকজন।
গতকাল মঙ্গলবার রাত ৩টায় উপজেলার নয়ারহাট ইউনিয়নের নাইয়ারচর গ্রামসহ বিভিন্ন স্থানে ঝড় হাওয়ায় প্রায় শতাধিক ঘর লন্ডভন্ডসহ চারটি ভেড়া মারা গেছে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা এস এম রানু সরকার বলেন, ‘মধ্যরাতে দমকা হাওয়াসহ বৃষ্টি এলে পাশের লোকজনের চিৎকারের শব্দ শুনতে পাই। এ সময় আমার পরিবারে লোকজনসহ বাইরে এসে দেখি অনেকের ঘর বাতাসে উড়ে গেছে, মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার গ্রামে যে পরিমাণ দমকা বাতাস হলো তা আগে কখনো দেখিনি।’
নাইয়ারচর গ্রামের ক্ষতিগ্রস্ত মো. আব্দুল হামিদ, মুকুল, সফি, লিটন, সুজা, মমিনুল ইসলামসহ অনেকেই বলেন, ঝড়ে তাঁদের কারও ঘরবাড়ি উড়ে গেছে, কারও ভেঙে গেছে।
একই এলাকার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন মাস্টার বলেন, ‘আমার দুটা ভেড়া মারা গেছে, ঘরও ভেঙে গেছে।’
নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, ৭০টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে