প্রতিনিধি, কিশোরগঞ্জ

চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন নীতিমালায় কনস্টেবল নিচ্ছে পুলিশ। এই নিয়ে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাক সরকার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর-এ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী।
পুলিশ সুপার বলেন, নতুন নীতিমালায় পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং উন্নত অনেক দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশের উপযোগী কনস্টেবল নিয়োগ নীতিমালা প্রণয়ন করেছি। এর ফলে আমরা কনস্টেবল পদে সৎ মেধাবী ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্যতা সম্পন্ন পুলিশ সদস্য নিয়োগে সক্ষম হব। অচিরেই পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা অনুযায়ী লোক নিয়োগ করা হবে।
সারা দেশে ৩ হাজার পুলিশের কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলায় ৫২ জন পুরুষ ও ৯ জন নারীসহ নিয়োগ দেওয়া হবে মোট ৬১ জনকে।
নতুন নিয়মের নিয়োগের মোট সাতটি ধাপ শেষ করে চূড়ান্ত হতে হবে নিয়োগ প্রার্থীদের। বিভিন্ন কোটা মেনে পুরুষসহ নারীদের আবেদনের তারিখ আগামী মাসের ৭ তারিখ পর্যন্ত বলে জানা গেছে। আবেদন অনলাইনে সম্পন্ন করে ব্যাংকের চালান ফরম জমা দিয়ে বাছাইয়ের পর্ব শেষ করে মাঠে যেতে হবে আবেদনকারীদের।
করোনা পরিস্থিতি বিবেচনায় পুলিশ লাইনস মাঠে পরীক্ষার সময় অভিভাবকদের না আসার জন্য অনুরোধ করেছেন পুলিশ সুপার।

চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন নীতিমালায় কনস্টেবল নিচ্ছে পুলিশ। এই নিয়ে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাক সরকার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর-এ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী।
পুলিশ সুপার বলেন, নতুন নীতিমালায় পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। আমরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং উন্নত অনেক দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশের উপযোগী কনস্টেবল নিয়োগ নীতিমালা প্রণয়ন করেছি। এর ফলে আমরা কনস্টেবল পদে সৎ মেধাবী ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্যতা সম্পন্ন পুলিশ সদস্য নিয়োগে সক্ষম হব। অচিরেই পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা অনুযায়ী লোক নিয়োগ করা হবে।
সারা দেশে ৩ হাজার পুলিশের কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলায় ৫২ জন পুরুষ ও ৯ জন নারীসহ নিয়োগ দেওয়া হবে মোট ৬১ জনকে।
নতুন নিয়মের নিয়োগের মোট সাতটি ধাপ শেষ করে চূড়ান্ত হতে হবে নিয়োগ প্রার্থীদের। বিভিন্ন কোটা মেনে পুরুষসহ নারীদের আবেদনের তারিখ আগামী মাসের ৭ তারিখ পর্যন্ত বলে জানা গেছে। আবেদন অনলাইনে সম্পন্ন করে ব্যাংকের চালান ফরম জমা দিয়ে বাছাইয়ের পর্ব শেষ করে মাঠে যেতে হবে আবেদনকারীদের।
করোনা পরিস্থিতি বিবেচনায় পুলিশ লাইনস মাঠে পরীক্ষার সময় অভিভাবকদের না আসার জন্য অনুরোধ করেছেন পুলিশ সুপার।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে