সাতক্ষীরা প্রতিনিধি

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি এক নারীকে ভারতের যৌনপল্লিতে বিক্রির অভিযোগে সাতক্ষীরা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শ্যামনগর উপজেলা সদর এলাকায় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের ইমরান গাজী (৩০), শাবানা সুলতানা (২৫) ও খুলনা জেলার কয়রা থানার আব্দুস সালাম (৩৩)। এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব।
মেজর জিএম গালিব বলেন, গ্রেপ্তারকৃতরা রাজধানীর জুরাইন পাইপরাস্তা এলাকার এক নারীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। পরে ওই নারী তাদের ফাঁদে পা দেন। পাচারকারীরা ওই নারীকে সৌদি আরবে না নিয়ে, কৌশলে ভারতের বসিরহাটে নিয়ে নিয়ে যায়। এরপর তাঁকে কলকাতায় একটি যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে অপরাধীদের ধরতে অনুসন্ধান শুরু করে র্যাব। পরে গোপন সংবাদের র্যাব জানতে পারে অপরাধীরা শ্যামনগর এলাকায় আশ্রয় নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তাদের শ্যামনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মেজর গালিব আরও জানান, ভুক্তভোগী ওই নারীর বিষয়টি পশ্চিমবঙ্গের স্থানীয় একটি এনজিও ‘বিডিএল স্মাইল চাইল্ড’ জানতে পেরে তাঁকে উদ্ধার করে। বর্তমানে পাচারের শিকার ওই নারী এনজিওটির হেফাজতে রয়েছেন।
সেই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার শ্যামপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং পাচারের শিকার হওয়া নারীকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি এক নারীকে ভারতের যৌনপল্লিতে বিক্রির অভিযোগে সাতক্ষীরা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শ্যামনগর উপজেলা সদর এলাকায় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের ইমরান গাজী (৩০), শাবানা সুলতানা (২৫) ও খুলনা জেলার কয়রা থানার আব্দুস সালাম (৩৩)। এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব।
মেজর জিএম গালিব বলেন, গ্রেপ্তারকৃতরা রাজধানীর জুরাইন পাইপরাস্তা এলাকার এক নারীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। পরে ওই নারী তাদের ফাঁদে পা দেন। পাচারকারীরা ওই নারীকে সৌদি আরবে না নিয়ে, কৌশলে ভারতের বসিরহাটে নিয়ে নিয়ে যায়। এরপর তাঁকে কলকাতায় একটি যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে অপরাধীদের ধরতে অনুসন্ধান শুরু করে র্যাব। পরে গোপন সংবাদের র্যাব জানতে পারে অপরাধীরা শ্যামনগর এলাকায় আশ্রয় নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তাদের শ্যামনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মেজর গালিব আরও জানান, ভুক্তভোগী ওই নারীর বিষয়টি পশ্চিমবঙ্গের স্থানীয় একটি এনজিও ‘বিডিএল স্মাইল চাইল্ড’ জানতে পেরে তাঁকে উদ্ধার করে। বর্তমানে পাচারের শিকার ওই নারী এনজিওটির হেফাজতে রয়েছেন।
সেই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার শ্যামপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং পাচারের শিকার হওয়া নারীকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১২ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৫ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে