Ajker Patrika

৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

খুলনা প্রতিনিধি
অবরোধ তুলে নেওয়ার পর ছেড়ে যাচ্ছে ট্রেন। ছবি: আজকের পত্রিকা
অবরোধ তুলে নেওয়ার পর ছেড়ে যাচ্ছে ট্রেন। ছবি: আজকের পত্রিকা

খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের রেল অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে রেল স্টেশন সূত্র জানায়।

খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর তাঁরা রেল অবরোধ তুলে নেন। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

উল্লেখ্য, ছয় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, পদোন্নতির বিষয়ে হাইকোর্টের রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং ২০২১ সালে রাতে নিয়োগপ্রাপ্ত ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত