প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)

চার মাসের ব্যবধানে ১৬ শতাংশ জলাভূমিতে বাগদা চিংড়ি চাষ করে ৫ লাখ টাকা লাভ করেছে ডুমুরিয়ার পলাশ চন্দ্র ঢালী। আধা-নিবিড় পদ্ধতিতে উৎপাদন করে ১৮ মণ চিংড়ি বিক্রি করেছেন তিনি। ডুমুরিয়ার কাছারিবাড়ি এলাকায় তাঁর নিজস্ব একটি মৎস্য ঘেরে এ মাছ চাষ করেন।
জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনাবান্দা গ্রামের গোপাল চন্দ্র ঢালীর ছেলে পলাশ দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি বটিয়াঘাটা উপজেলার খলশীবুনিয়া গ্রামে বসবাস করেন। সেখানে কাছারীবাড়ি রাস্তার পাশে মাত্র ৩০ শতাংশ জমিতে চিংড়ি চাষ শুরু করেন তিনি। পলাশ ঢালী ২০২০ সালে ওই জমিতে খাদ্য কোম্পানি সিপি’র সঙ্গে যোগাযোগ করে ১৬ শতাংশ জমিতে ৪ ফুট গভীর করে মাটি তুলে পাড় তৈরি করেন। সেখানে বৈদ্যুতিক মোটর বসিয়ে অক্সিজেন তৈরি ও ঘেরের পাড় ঘিরে দেওয়াসহ জৈব নিরাপত্তার ব্যবস্থাও করেন। এরপর সিপি কোম্পানির পরামর্শে এ বছর এপ্রিল মাসে নদী থেকে নোনা জল তোলার পর ব্লিচিং পাউডার, পটাশ দিয়ে মাছ ছাড়ার উপযোগী করে তোলেন।
পরে ২০ হাজার পোনা ছাড়া থেকে ৪ মাস যাবৎ দিনে চার বার সাড়ে ৩ হাজার টাকা করে দামের ৪৪ বস্তা খাবার দেওয়া হয়। খাবারের পাশাপাশি চুন, ওষুধ ও শ্রমিক খরচ মিলে এ পর্যন্ত তাঁর ২ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। পলাশ ঢালী গত ১৮ আগস্ট ৩৮ হাজার টাকা মন দরে সাড়ে ১৮ মণ বাগদা চিংড়ি বিক্রি করে ৭ লাখ টাকা আয় করেছেন।
এ বিষয়ে পলাশ চন্দ্র ঢালী বলেন, আমি সিপি কোম্পানির ব্যবস্থাপনায় বাগদা চাষ করে অনেক লাভবান হয়েছি। আমি ও আমার ছেলে ভবোতোষ ঢালী গত ৪ মাস ধরে মাছের পরিচর্যা করেছি। ২ লক্ষাধিক টাকা খরচ করে একদিনে ৭ লাখ টাকা বিক্রি করেছি। ১৮ আগস্ট মাছ বিক্রি করার পর গত ২১ আগস্ট ওই ঘেরে আবারও নতুন করে রেণুপোনা ছেড়েছি। কোম্পানির পরামর্শে ঠিকমতো মাছের পরিচর্যা করতে পারলে অনেক লাভ হয়। তবে বাগদা চাষে অনেক ঝুঁকিও আছে।
বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমডি মনিরুল মামুন বলেন, বটিয়াঘাটায় আধা-নিবিড় পদ্ধতির বাগদা চিংড়ি চাষে বিপ্লব ঘটেছে। উৎপাদন দেখে এলাকার চাষিরা ব্যাপক উৎসাহ নিয়ে এখন পর্যন্ত ১১০টি ঘেরে এ পদ্ধতিতে বাগদা চাষ হচ্ছে। আর থাইল্যান্ডের সিপি কোম্পানির মাছের খাবারের সাফল্য দেখে আরও কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।
মৎস্য অধিদপ্তরে মেরিন প্রকল্পে খুলনা বিভাগীয় উপপরিচালক সরোজ কুমার মিস্ত্রি বলেন, আধা-নিবিড় পদ্ধতির চিংড়ি চাষ অনেক লাভজনক। কিন্তু বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা রক্ষা করতে না পারলে অনেক ঝুঁকি আছে।

চার মাসের ব্যবধানে ১৬ শতাংশ জলাভূমিতে বাগদা চিংড়ি চাষ করে ৫ লাখ টাকা লাভ করেছে ডুমুরিয়ার পলাশ চন্দ্র ঢালী। আধা-নিবিড় পদ্ধতিতে উৎপাদন করে ১৮ মণ চিংড়ি বিক্রি করেছেন তিনি। ডুমুরিয়ার কাছারিবাড়ি এলাকায় তাঁর নিজস্ব একটি মৎস্য ঘেরে এ মাছ চাষ করেন।
জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনাবান্দা গ্রামের গোপাল চন্দ্র ঢালীর ছেলে পলাশ দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি বটিয়াঘাটা উপজেলার খলশীবুনিয়া গ্রামে বসবাস করেন। সেখানে কাছারীবাড়ি রাস্তার পাশে মাত্র ৩০ শতাংশ জমিতে চিংড়ি চাষ শুরু করেন তিনি। পলাশ ঢালী ২০২০ সালে ওই জমিতে খাদ্য কোম্পানি সিপি’র সঙ্গে যোগাযোগ করে ১৬ শতাংশ জমিতে ৪ ফুট গভীর করে মাটি তুলে পাড় তৈরি করেন। সেখানে বৈদ্যুতিক মোটর বসিয়ে অক্সিজেন তৈরি ও ঘেরের পাড় ঘিরে দেওয়াসহ জৈব নিরাপত্তার ব্যবস্থাও করেন। এরপর সিপি কোম্পানির পরামর্শে এ বছর এপ্রিল মাসে নদী থেকে নোনা জল তোলার পর ব্লিচিং পাউডার, পটাশ দিয়ে মাছ ছাড়ার উপযোগী করে তোলেন।
পরে ২০ হাজার পোনা ছাড়া থেকে ৪ মাস যাবৎ দিনে চার বার সাড়ে ৩ হাজার টাকা করে দামের ৪৪ বস্তা খাবার দেওয়া হয়। খাবারের পাশাপাশি চুন, ওষুধ ও শ্রমিক খরচ মিলে এ পর্যন্ত তাঁর ২ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। পলাশ ঢালী গত ১৮ আগস্ট ৩৮ হাজার টাকা মন দরে সাড়ে ১৮ মণ বাগদা চিংড়ি বিক্রি করে ৭ লাখ টাকা আয় করেছেন।
এ বিষয়ে পলাশ চন্দ্র ঢালী বলেন, আমি সিপি কোম্পানির ব্যবস্থাপনায় বাগদা চাষ করে অনেক লাভবান হয়েছি। আমি ও আমার ছেলে ভবোতোষ ঢালী গত ৪ মাস ধরে মাছের পরিচর্যা করেছি। ২ লক্ষাধিক টাকা খরচ করে একদিনে ৭ লাখ টাকা বিক্রি করেছি। ১৮ আগস্ট মাছ বিক্রি করার পর গত ২১ আগস্ট ওই ঘেরে আবারও নতুন করে রেণুপোনা ছেড়েছি। কোম্পানির পরামর্শে ঠিকমতো মাছের পরিচর্যা করতে পারলে অনেক লাভ হয়। তবে বাগদা চাষে অনেক ঝুঁকিও আছে।
বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমডি মনিরুল মামুন বলেন, বটিয়াঘাটায় আধা-নিবিড় পদ্ধতির বাগদা চিংড়ি চাষে বিপ্লব ঘটেছে। উৎপাদন দেখে এলাকার চাষিরা ব্যাপক উৎসাহ নিয়ে এখন পর্যন্ত ১১০টি ঘেরে এ পদ্ধতিতে বাগদা চাষ হচ্ছে। আর থাইল্যান্ডের সিপি কোম্পানির মাছের খাবারের সাফল্য দেখে আরও কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।
মৎস্য অধিদপ্তরে মেরিন প্রকল্পে খুলনা বিভাগীয় উপপরিচালক সরোজ কুমার মিস্ত্রি বলেন, আধা-নিবিড় পদ্ধতির চিংড়ি চাষ অনেক লাভজনক। কিন্তু বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা রক্ষা করতে না পারলে অনেক ঝুঁকি আছে।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
২৮ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
৩১ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে