খুলনা প্রতিনিধি

শজনে চুরি দেখে ফেলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামে মাছের ঘের ব্যবসায়ী আমিনুর শেখ হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় সাঈদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি ফরিদুল ইসলাম, শাহীন মোড়ল ওরফে নান্টু, ফারুক শেখ, নয়ন শেখ ও মুনসুর মোড়লসহ অজ্ঞাত কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, ১৫ মার্চ রাতে আমিনুর তাঁর মাছের ঘের পাহারা দিতে যান। ঘেরের আইলের শজনে চুরি করতে দেখে আমিনুর শজনে চোরদের তাড়া দেন। এ সময় নয়ন শেখ মাফলার দিয়ে আমিনুরের মুখ-চোখ বেঁধে ফেলেন। এরপর ফরিদ ও শাহিন হাত-পা ধরে ভদ্রা নদীর পাশে নিয়ে যান। সেখানে নিয়ে ফরিদ লোহার পাইপ দিয়ে আমিনুরের মাথায় আঘাত করেন।
অন্যরা তাঁকে কিলঘুষি মারতে থাকেন। আমিনুরের মৃত্যু নিশ্চিত হলে তাঁরা মরদেহ ধরাধরি করে একটি পরিত্যক্ত বাগানের মধ্যে নিয়ে যান।
এদিকে আমিনুর নিখোঁজের ঘটনায় ১৭ মার্চ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ভদ্রা নদীর পাড়ে ঘেরের বেড়ার ভেতর থেকে রক্ত মাখা একটি শার্ট উদ্ধার করা হয়। ওই শার্টের সূত্র ধরে পুলিশ অভিযান শুরু করে লাশ উদ্ধার করা হয়।
পরে বিভিন্ন সময় আসামিদের গ্রেপ্তার করার পর তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক শেখ বাদী হয়ে গতকাল বুধবার বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন।

শজনে চুরি দেখে ফেলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামে মাছের ঘের ব্যবসায়ী আমিনুর শেখ হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় সাঈদুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি ফরিদুল ইসলাম, শাহীন মোড়ল ওরফে নান্টু, ফারুক শেখ, নয়ন শেখ ও মুনসুর মোড়লসহ অজ্ঞাত কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, ১৫ মার্চ রাতে আমিনুর তাঁর মাছের ঘের পাহারা দিতে যান। ঘেরের আইলের শজনে চুরি করতে দেখে আমিনুর শজনে চোরদের তাড়া দেন। এ সময় নয়ন শেখ মাফলার দিয়ে আমিনুরের মুখ-চোখ বেঁধে ফেলেন। এরপর ফরিদ ও শাহিন হাত-পা ধরে ভদ্রা নদীর পাশে নিয়ে যান। সেখানে নিয়ে ফরিদ লোহার পাইপ দিয়ে আমিনুরের মাথায় আঘাত করেন।
অন্যরা তাঁকে কিলঘুষি মারতে থাকেন। আমিনুরের মৃত্যু নিশ্চিত হলে তাঁরা মরদেহ ধরাধরি করে একটি পরিত্যক্ত বাগানের মধ্যে নিয়ে যান।
এদিকে আমিনুর নিখোঁজের ঘটনায় ১৭ মার্চ স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর ভদ্রা নদীর পাড়ে ঘেরের বেড়ার ভেতর থেকে রক্ত মাখা একটি শার্ট উদ্ধার করা হয়। ওই শার্টের সূত্র ধরে পুলিশ অভিযান শুরু করে লাশ উদ্ধার করা হয়।
পরে বিভিন্ন সময় আসামিদের গ্রেপ্তার করার পর তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক শেখ বাদী হয়ে গতকাল বুধবার বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২২ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে