ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ছাগল হত্যার দায়ে গ্রামীণ সালিশি বৈঠকে তিন যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে ডুমুরিয়ার এক ইউপি মেম্বার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশ ও স্থানীয় কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। ওই যুবকদের ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের হেতালবুনিয়া বাজারে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নির্যাতিতরা স্থানীয় সুজিৎ সাধু নামের একজনের মুরগির খামারের কর্মচারী।
সুজিৎ সাধু জানান, গত শুক্রবার একই এলাকার সঞ্জয় মিস্ত্রির একটি ছাগল তাঁর খামারে ঢুকে মুরগির খাবার খেতে শুরু করে। এ সময় তাঁর কর্মচারীরা ওই ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করলে সেটি মারা যায়। ঘটনাটি তিনি জানতে পেরে রাতেই কর্মচারীদের নিয়ে ছাগলের মালিকের বাড়িতে যান এবং এ ঘটনার জন্য ক্ষমা চান। তিনি ছাগলের দামও দিতে চান। মৃত ছাগলটির ওজন ৬ কেজি।
কিন্তু স্থানীয় ইউপি মেম্বার সঞ্জয় সানা ও তাঁর সহযোগী সজল মণ্ডল ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যান করে হেতালবুনিয়া বাজারে সালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে স্থানীয় মাগুরখালী ক্যাম্পের ইনচার্জ আছাদুজ্জামান, এএসআই শাহিন, আওয়ামী লীগ নেতা অমল সানাসহ চার শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে খামারের কর্মচারীদের ৩০ হাজার টাকা জরিমানা করেন। তখনই তাঁরা ১০ হাজার টাকা আদায় করে নেন। পরে খামারের কর্মচারী বিশ্বজিৎ সরদার, আকাশ ও দেবাশীষকে গামছা দিয়ে হাত-পা বেঁধে মাটিতে ফেলে বুকের ওপর দাঁড়িয়ে পেটানো হয়। আহত বিশ্বজিতের অবস্থা এখন আশঙ্কাজনক।
কান্নাজড়িত কণ্ঠে সুজিৎ বলেন, ‘পুলিশের সামনে আমার কর্মচারীদের নির্যাতন শুধু নির্বাক হয়ে দেখেছি। বলার কিছু ছিল না। আমাকেও ওরা অপমান করেছে। আমার কর্মচারীদের সরকারি কোনো হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া যাবে না বলে শাসিয়েছে। কর্মচারীদের মুরগির খামারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অভিযুক্ত ইউপি মেম্বার সঞ্জয় দাবি করে বলেন, ‘ফার্মের (খামার) কর্মচারীরা ছাগলটি জবাই করে খেয়েছে। ছাগলের মালিক খুব গরিব। তাই সকলের উপস্থিতিতে ফার্ম কর্মচারীদের মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ হাজার নগদ দিয়েছে। আর হালকা পাতলা একটু মারপিট করেছি, যাতে ওদের লজ্জা হয়।’
এসআই আছাদুজ্জান বলেন, তিনি সালিসে ছিলেন না।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ফার্মের (খামার) কর্মচারীরা অন্যের ছাগল জবাই করে খেয়েছে এবং এ নিয়ে সালিস বৈঠক হয়েছে। পুলিশ তখন এলাকায় টহল দিচ্ছিল বলে ইনচার্জ আছাদুজ্জামান তাঁকে জানিয়েছেন। এ ঘটনা তাঁকে কেউ জানায়নি।

ছাগল হত্যার দায়ে গ্রামীণ সালিশি বৈঠকে তিন যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে ডুমুরিয়ার এক ইউপি মেম্বার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশ ও স্থানীয় কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। ওই যুবকদের ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের হেতালবুনিয়া বাজারে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নির্যাতিতরা স্থানীয় সুজিৎ সাধু নামের একজনের মুরগির খামারের কর্মচারী।
সুজিৎ সাধু জানান, গত শুক্রবার একই এলাকার সঞ্জয় মিস্ত্রির একটি ছাগল তাঁর খামারে ঢুকে মুরগির খাবার খেতে শুরু করে। এ সময় তাঁর কর্মচারীরা ওই ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করলে সেটি মারা যায়। ঘটনাটি তিনি জানতে পেরে রাতেই কর্মচারীদের নিয়ে ছাগলের মালিকের বাড়িতে যান এবং এ ঘটনার জন্য ক্ষমা চান। তিনি ছাগলের দামও দিতে চান। মৃত ছাগলটির ওজন ৬ কেজি।
কিন্তু স্থানীয় ইউপি মেম্বার সঞ্জয় সানা ও তাঁর সহযোগী সজল মণ্ডল ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যান করে হেতালবুনিয়া বাজারে সালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে স্থানীয় মাগুরখালী ক্যাম্পের ইনচার্জ আছাদুজ্জামান, এএসআই শাহিন, আওয়ামী লীগ নেতা অমল সানাসহ চার শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে খামারের কর্মচারীদের ৩০ হাজার টাকা জরিমানা করেন। তখনই তাঁরা ১০ হাজার টাকা আদায় করে নেন। পরে খামারের কর্মচারী বিশ্বজিৎ সরদার, আকাশ ও দেবাশীষকে গামছা দিয়ে হাত-পা বেঁধে মাটিতে ফেলে বুকের ওপর দাঁড়িয়ে পেটানো হয়। আহত বিশ্বজিতের অবস্থা এখন আশঙ্কাজনক।
কান্নাজড়িত কণ্ঠে সুজিৎ বলেন, ‘পুলিশের সামনে আমার কর্মচারীদের নির্যাতন শুধু নির্বাক হয়ে দেখেছি। বলার কিছু ছিল না। আমাকেও ওরা অপমান করেছে। আমার কর্মচারীদের সরকারি কোনো হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া যাবে না বলে শাসিয়েছে। কর্মচারীদের মুরগির খামারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অভিযুক্ত ইউপি মেম্বার সঞ্জয় দাবি করে বলেন, ‘ফার্মের (খামার) কর্মচারীরা ছাগলটি জবাই করে খেয়েছে। ছাগলের মালিক খুব গরিব। তাই সকলের উপস্থিতিতে ফার্ম কর্মচারীদের মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ হাজার নগদ দিয়েছে। আর হালকা পাতলা একটু মারপিট করেছি, যাতে ওদের লজ্জা হয়।’
এসআই আছাদুজ্জান বলেন, তিনি সালিসে ছিলেন না।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ফার্মের (খামার) কর্মচারীরা অন্যের ছাগল জবাই করে খেয়েছে এবং এ নিয়ে সালিস বৈঠক হয়েছে। পুলিশ তখন এলাকায় টহল দিচ্ছিল বলে ইনচার্জ আছাদুজ্জামান তাঁকে জানিয়েছেন। এ ঘটনা তাঁকে কেউ জানায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে