খুলনা প্রতিনিধি

টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে খুলনায় যুবদল নেতা মানিক খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এদিকে গত সাড়ে তিন মাসে নগরীতে নয়টি হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধপ্রবণতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
খুলনা সদর থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে পুরাতন রেলস্টেশনসংলগ্ন পানির ট্যাংকের সামনে টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল চলছিল। যুবদল নেতা মানিক সেখানে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে ছিলেন। এ সময় পুরাতন রেলস্টেশন এলাকার বাসিন্দা মেহেদী হাওলাদারের সঙ্গে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে মানিকের পেটে ও বুকে আঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে মারা যান মানিক।
রাকিবুল আরও বলেন, মানিককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত মেহেদীর বড় ভাই সাজ্জাত হাওলাদারকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। সাজ্জাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় মেহেদীর বোন তুলিকে হেফাজতে নিয়েছে পুলিশ। মানিক হত্যায় পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশি হেফাজতে নেওয়া সাজ্জাদ ও তুলিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, মানিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মেহেদী হাওলাদার পলাতক। তাঁকে গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়েছে এটি যেমন ঠিক, তেমনি পুলিশি তৎপরতাও থেমে নেই। তবে মাদক বেচাকেনা-সংক্রান্ত বিরোধ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, ৫ আগস্টের পূর্ববর্তী পুলিশি ভূমিকায় ছাত্র-জনতার ক্ষুব্ধতার কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। এ জন্য হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
এদিকে গত সাড়ে তিন মাসে খুলনায় ৯টি খুনের ঘটনাসহ শতাধিক অপরাধ সংঘটিত হয়। সন্ধ্যা হলেই শান্ত খুলনা পরিণত হয় আতঙ্কের নগরীতে। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়েছে এটি যেমন ঠিক, তেমনি পুলিশি তৎপরতাও থেমে নেই। তবে মাদক বেচাকেনা-সংক্রান্ত বিরোধ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ ঘটছে।
অপরাধপ্রবণতা বাড়ায় বিএনপির উদ্বেগ
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগর বিএনপির আহ্বায়ক আইনজীবী এস এম শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিন উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল সোমবার রাতে সংগঠনের সভায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। হত্যাসহ সংঘটিত বিভিন্ন অপরাধের প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ সমাবেশ করবে দলটি। সভায় বক্তারা বলেন, গত তিন মাসে নগরীতে নয়টি খুনসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। কিন্তু বরাবরই সন্ত্রাসীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। ফলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে দ্বিতীয়বার ভাবছে না।

টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে খুলনায় যুবদল নেতা মানিক খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এদিকে গত সাড়ে তিন মাসে নগরীতে নয়টি হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধপ্রবণতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
খুলনা সদর থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে পুরাতন রেলস্টেশনসংলগ্ন পানির ট্যাংকের সামনে টিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল চলছিল। যুবদল নেতা মানিক সেখানে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে ছিলেন। এ সময় পুরাতন রেলস্টেশন এলাকার বাসিন্দা মেহেদী হাওলাদারের সঙ্গে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে মানিকের পেটে ও বুকে আঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে মারা যান মানিক।
রাকিবুল আরও বলেন, মানিককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত মেহেদীর বড় ভাই সাজ্জাত হাওলাদারকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। সাজ্জাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় মেহেদীর বোন তুলিকে হেফাজতে নিয়েছে পুলিশ। মানিক হত্যায় পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশি হেফাজতে নেওয়া সাজ্জাদ ও তুলিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, মানিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মেহেদী হাওলাদার পলাতক। তাঁকে গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়েছে এটি যেমন ঠিক, তেমনি পুলিশি তৎপরতাও থেমে নেই। তবে মাদক বেচাকেনা-সংক্রান্ত বিরোধ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, ৫ আগস্টের পূর্ববর্তী পুলিশি ভূমিকায় ছাত্র-জনতার ক্ষুব্ধতার কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। এ জন্য হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
এদিকে গত সাড়ে তিন মাসে খুলনায় ৯টি খুনের ঘটনাসহ শতাধিক অপরাধ সংঘটিত হয়। সন্ধ্যা হলেই শান্ত খুলনা পরিণত হয় আতঙ্কের নগরীতে। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়েছে এটি যেমন ঠিক, তেমনি পুলিশি তৎপরতাও থেমে নেই। তবে মাদক বেচাকেনা-সংক্রান্ত বিরোধ এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ ঘটছে।
অপরাধপ্রবণতা বাড়ায় বিএনপির উদ্বেগ
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগর বিএনপির আহ্বায়ক আইনজীবী এস এম শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিন উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল সোমবার রাতে সংগঠনের সভায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। হত্যাসহ সংঘটিত বিভিন্ন অপরাধের প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ সমাবেশ করবে দলটি। সভায় বক্তারা বলেন, গত তিন মাসে নগরীতে নয়টি খুনসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। কিন্তু বরাবরই সন্ত্রাসীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। ফলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে দ্বিতীয়বার ভাবছে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে