সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, সাতক্ষীরা আদালতে বেশ কয়েকটি মামলা থাকার কারণে কয়েক মাস আগে মাওলানা খালেক মণ্ডলকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। এখানে থাকা অবস্থায় গত ৭ জুলাই তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়।
তখন তাকে সদর হাসপাতাল ও অবস্থার অবনতিতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।
২০২২ সালের ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় খালেক মন্ডল সাতক্ষীরায় রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে গলা কেটে হত্যা ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনের জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেক মন্ডলসহ ৯ জনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়। ২০০৯ সালের ২ জুলাই মামলাটি করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
এরপর ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিল নগর মহিলা মাদ্রাসা থেকে জামায়াত নেতা খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৩৩ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য দিয়েছিলেন।

সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, সাতক্ষীরা আদালতে বেশ কয়েকটি মামলা থাকার কারণে কয়েক মাস আগে মাওলানা খালেক মণ্ডলকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। এখানে থাকা অবস্থায় গত ৭ জুলাই তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়।
তখন তাকে সদর হাসপাতাল ও অবস্থার অবনতিতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।
২০২২ সালের ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় খালেক মন্ডল সাতক্ষীরায় রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে গলা কেটে হত্যা ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনের জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেক মন্ডলসহ ৯ জনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়। ২০০৯ সালের ২ জুলাই মামলাটি করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
এরপর ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিল নগর মহিলা মাদ্রাসা থেকে জামায়াত নেতা খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৩৩ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য দিয়েছিলেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে