সাতক্ষীরা প্রতিনিধি

ভোটার তালিকা সংশোধনের নির্দেশনার প্রেক্ষিতে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষে প্রণীত তালিকায় যোগ্য অনেক ব্যক্তিকে ভোটার করা হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরের পরিচালক গত সোমবার এ চিঠি দেন। চিঠিতে অভিযোগ নিষ্পত্তির পর নির্বাচন করার জন্য বলা হয়েছে।
রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে-জেইন ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর খন্দকার মো. সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম নেই। ট্রেড ইউনিয়নের মাসিক চাঁদা বকেয়া থাকায় তাঁর নাম ভোটার তালিকায় ওঠেনি। বকেয়া চাঁদা পরিশোধের বিষয়ে তিনি কোনো পত্র, মেইল বা মোবাইল পাননি। তিনি অফিস কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে বকেয়া ৫ হাজার ২০০ টাকা ব্যাংকের মাধ্যমে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাগারে জমা করেছেন। এখন ট্রেড ইউনিয়নের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির জন্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে-মেসার্স সার্ভিস লাইনের স্বত্বাধিকারী মোছা নাসিমা পারভিন, মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, মেসার্স সেতু সেন্টারের অংশীদার মো. সহিদুর রহমান, মেসার্স রহমান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমান, মেসার্স সানমুন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সামছুর রহমান, মেসার্স মো. সাইফুল ইসলামের স্বত্বাধিকারী মোসা রুনা লাইলার স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, তাঁরা ট্রেড ইউনিয়নের বকেয়া সমুদয় টাকা পরিশোধ করেছেন। তাঁরাও আগামী নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য এ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার এইচ এম আরাফাত বলেন, এ ধরনের কোনো পত্র আমরা পাইনি। তবে মৌখিকভাবে জানান পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ১২০ জনের তালিকা প্রদান করেছে। নির্বাচন কমিশন হিসেবে আমরা ওই তালিকাই অনুসরণ করছি। এখন তালিকা সংশোধন করতে হলে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার অফিস খুললে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

ভোটার তালিকা সংশোধনের নির্দেশনার প্রেক্ষিতে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষে প্রণীত তালিকায় যোগ্য অনেক ব্যক্তিকে ভোটার করা হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরের পরিচালক গত সোমবার এ চিঠি দেন। চিঠিতে অভিযোগ নিষ্পত্তির পর নির্বাচন করার জন্য বলা হয়েছে।
রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে-জেইন ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর খন্দকার মো. সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম নেই। ট্রেড ইউনিয়নের মাসিক চাঁদা বকেয়া থাকায় তাঁর নাম ভোটার তালিকায় ওঠেনি। বকেয়া চাঁদা পরিশোধের বিষয়ে তিনি কোনো পত্র, মেইল বা মোবাইল পাননি। তিনি অফিস কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে বকেয়া ৫ হাজার ২০০ টাকা ব্যাংকের মাধ্যমে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাগারে জমা করেছেন। এখন ট্রেড ইউনিয়নের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির জন্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে-মেসার্স সার্ভিস লাইনের স্বত্বাধিকারী মোছা নাসিমা পারভিন, মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, মেসার্স সেতু সেন্টারের অংশীদার মো. সহিদুর রহমান, মেসার্স রহমান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমান, মেসার্স সানমুন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সামছুর রহমান, মেসার্স মো. সাইফুল ইসলামের স্বত্বাধিকারী মোসা রুনা লাইলার স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, তাঁরা ট্রেড ইউনিয়নের বকেয়া সমুদয় টাকা পরিশোধ করেছেন। তাঁরাও আগামী নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য এ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার এইচ এম আরাফাত বলেন, এ ধরনের কোনো পত্র আমরা পাইনি। তবে মৌখিকভাবে জানান পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ১২০ জনের তালিকা প্রদান করেছে। নির্বাচন কমিশন হিসেবে আমরা ওই তালিকাই অনুসরণ করছি। এখন তালিকা সংশোধন করতে হলে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার অফিস খুললে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে