Ajker Patrika

এমপিদের মাথা কেটে নেওয়ার হুমকি, পিতা-পুত্র আটক

প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)
এমপিদের মাথা কেটে নেওয়ার হুমকি, পিতা-পুত্র আটক

সাতক্ষীরা-২ এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যদের মাথা কেটে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার তাঁদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন-দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা নামক গ্রামের মৃত ইমান আলী মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে নুরুল ইসলাম (২১)। 

জানা গেছে, ফেসবুকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ. ফ. ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে ওই পিতা-পুত্রকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ১০৮টি সিম উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পেশায় মসজিদের একজন ইমাম ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন ঝাড়ফুঁক তাবিজ দেন বিভিন্ন মানুষকে। তাঁর ছেলে নুরুল ইসলাম ইউসুফ মানসিক সমস্যায় কিছুদিন পূর্বে তিনি পাবনা পাগলা গারদে ছিলেন বলেও সূত্রে জানা যায়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই এমপিকে হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্র আটক হয়েছেন। তবে বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত