ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের পানিতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গত দুই দিন যাবৎ বিদ্যালয়ের মাঠে জোয়ার ভাটা চলছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, ভদ্রা নদীতে গত দুই দিন যাবৎ অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল হওয়ায় গত শনিবার থেকে বাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। গতকাল রোববার ও আজ সোমবার ভোরে জোয়ারের কারণে নদীতে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত না করলে শ্রেণিকক্ষ তলিতে গিয়ে পাঠদান বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তা ছাড়া হুমকির মধ্যে রয়েছে মুজিববর্ষে দেওয়া ঘরসহ সরকারের আশ্রয়ণ প্রকল্পের ৩৫১টি ঘর।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, ‘নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ তলিয়ে গিয়ে বিদ্যালয় প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধের উন্নয়ন না করা হলে পাঠদানের বিঘ্নসহ ভবনটি ক্ষতিগ্রস্ত হবে।’
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান শেখ জানান, ভদ্রা নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল। যে কারণে নদীতে পানি বেশি হলেই বাঁধ উপচে ভেতরে ঢুকে। বিষয়টি নিরসনে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘বাঁধের উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের পানিতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গত দুই দিন যাবৎ বিদ্যালয়ের মাঠে জোয়ার ভাটা চলছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে, ভদ্রা নদীতে গত দুই দিন যাবৎ অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে প্রায় ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল হওয়ায় গত শনিবার থেকে বাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। গতকাল রোববার ও আজ সোমবার ভোরে জোয়ারের কারণে নদীতে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত না করলে শ্রেণিকক্ষ তলিতে গিয়ে পাঠদান বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তা ছাড়া হুমকির মধ্যে রয়েছে মুজিববর্ষে দেওয়া ঘরসহ সরকারের আশ্রয়ণ প্রকল্পের ৩৫১টি ঘর।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল বলেন, ‘নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ তলিয়ে গিয়ে বিদ্যালয় প্লাবিত হয়েছে। দ্রুত বাঁধের উন্নয়ন না করা হলে পাঠদানের বিঘ্নসহ ভবনটি ক্ষতিগ্রস্ত হবে।’
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান শেখ জানান, ভদ্রা নদীরক্ষা বাঁধ অত্যন্ত দুর্বল। যে কারণে নদীতে পানি বেশি হলেই বাঁধ উপচে ভেতরে ঢুকে। বিষয়টি নিরসনে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি কামনা করেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘বাঁধের উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে