Ajker Patrika

বেনাপোল হয়ে ভারত ফেরত ৭৬ বাংলাদেশি কোয়ারেন্টিনে

প্রতিনিধি, শার্শা (যশোর)
বেনাপোল হয়ে ভারত ফেরত ৭৬ বাংলাদেশি কোয়ারেন্টিনে

ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুমতিতে ভারত থেকে ফিরেছেন আরও ৭৬ বাংলাদেশি পাসপোর্টধারী। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল ও যশোরের কয়েকটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ দিকে আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভারতে গেছেন ২২ জন বাংলাদেশি। ভারতীয় নাগরিক ফিরেছেন ২১ জন। ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে যারা ভারত যাচ্ছেন তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না। বর্তমানে যারা ভারতে যাতায়াত করছেন তাদের অধিকাংশ চিকিৎসা ভিসায় যাচ্ছেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান,  ভ্রমণ নিষেধাজ্ঞা ৩১  জুলাই পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ যাত্রীদের ভ্রমণের সুযোগ থাকছে না।  তবে যাদের ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে তাঁরা শর্তসাপেক্ষে দুই দেশের মধ্যে ভ্রমণ করছেন। গতকাল বৃহস্পতিবার ভারত থেকে ফিরেছেন ৭৬ জন। শুক্রবার ভারতে গেছেন ২২ জন বাংলাদেশি। ভারতীয় ফিরেছেন ২১ জন। সপ্তাহে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার তিন দিন ভারত থেকে ফেরা যাবে। এ ছাড়া বাংলাদেশ থেকে  প্রতিদিন যাওয়া যাবে ভারতে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকছে ইমিগ্রেশন কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত