খুলনা প্রতিনিধি

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসা সরঞ্জাম চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুই নার্সের সহযোগিতায় তিনি জিনিসপত্র চুরি করছিলেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল কর্মীরা তাঁকে হাতেনাতে আটক করেন।
আটক সুমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। তিনি সুমনের বরাতে তিনি বলেন, নগরীর হেরাজ মার্কেটে সুমনের ওষুধের দোকান আছে। দীর্ঘদিন যাবৎ আবু নাসের হাসপাতালের ইউরোলজি বিভাগের নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও কার্ডিওলজি বিভাগের নার্স ইনচার্জ সোনিয়া খাতুন তাঁর কাছে রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসা সরঞ্জামাদি বিক্রি করতেন। তাঁরা ফোন দিয়ে জানালে তিনি নিজে এসে স্কুলের ব্যাগে করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে যেতেন।
হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী নূরজাহান বলেন, তিনি প্রায় সময় দেখেন, লোকটি (সুমন) নার্সদের কাছ থেকে দুই-তিনটি স্কুল ব্যাগ ভর্তি রোগীদের চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেখতে পান সেই লোকটি ব্যাগে করে কিছু একটা নিয়ে যাচ্ছেন।
নূরজাহান বলেন, ‘তাকে আটকানোর চেষ্টা করলে পেছন থেকে নার্স তহমিনা আমার মুখ চেপে ধরে বলেন, ‘‘কোনো চিৎকার করবি না।’’ এই বলে আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে আমি দৌড়ে নিচে অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্স চালক টিপুকে ঘটনা সম্পর্কে অবগত করি। তিনি দৌড়ে গিয়ে চোরকে চিকিৎসা সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করে।’
অভিযুক্ত নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও সোনিয়া খাতুন বলেন, এই ঘটনার সম্পর্কে তাঁরা কিছু জানেনা না। তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একটি মহল দীর্ঘদিন যাবৎ তাঁদের বিরুদ্ধে কুৎসা রটনা করে আসছেন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, ‘রোগীদের চিকিৎসা সরঞ্জামাদি পাচার করার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তি জানিয়েছেন, যে দুজন নার্স ইনচার্জ এ ঘটনায় জড়িত। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। এ ছাড়া আটক চোরকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষ হলে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শেষ করে মামলা করবে।

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসা সরঞ্জাম চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। দুই নার্সের সহযোগিতায় তিনি জিনিসপত্র চুরি করছিলেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল কর্মীরা তাঁকে হাতেনাতে আটক করেন।
আটক সুমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। তিনি সুমনের বরাতে তিনি বলেন, নগরীর হেরাজ মার্কেটে সুমনের ওষুধের দোকান আছে। দীর্ঘদিন যাবৎ আবু নাসের হাসপাতালের ইউরোলজি বিভাগের নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও কার্ডিওলজি বিভাগের নার্স ইনচার্জ সোনিয়া খাতুন তাঁর কাছে রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসা সরঞ্জামাদি বিক্রি করতেন। তাঁরা ফোন দিয়ে জানালে তিনি নিজে এসে স্কুলের ব্যাগে করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে যেতেন।
হাসপাতালের আউট সোর্সিং কর্মচারী নূরজাহান বলেন, তিনি প্রায় সময় দেখেন, লোকটি (সুমন) নার্সদের কাছ থেকে দুই-তিনটি স্কুল ব্যাগ ভর্তি রোগীদের চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেখতে পান সেই লোকটি ব্যাগে করে কিছু একটা নিয়ে যাচ্ছেন।
নূরজাহান বলেন, ‘তাকে আটকানোর চেষ্টা করলে পেছন থেকে নার্স তহমিনা আমার মুখ চেপে ধরে বলেন, ‘‘কোনো চিৎকার করবি না।’’ এই বলে আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে আমি দৌড়ে নিচে অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্স চালক টিপুকে ঘটনা সম্পর্কে অবগত করি। তিনি দৌড়ে গিয়ে চোরকে চিকিৎসা সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করে।’
অভিযুক্ত নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও সোনিয়া খাতুন বলেন, এই ঘটনার সম্পর্কে তাঁরা কিছু জানেনা না। তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একটি মহল দীর্ঘদিন যাবৎ তাঁদের বিরুদ্ধে কুৎসা রটনা করে আসছেন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, ‘রোগীদের চিকিৎসা সরঞ্জামাদি পাচার করার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তি জানিয়েছেন, যে দুজন নার্স ইনচার্জ এ ঘটনায় জড়িত। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। এ ছাড়া আটক চোরকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষ হলে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শেষ করে মামলা করবে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে