Ajker Patrika

এক কৃষকের খেতে ৮ হাত লম্বা কুশি

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ০১
এক কৃষকের খেতে ৮ হাত লম্বা কুশি

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর মনিমালা ও মনিমোহন জোয়ার্দার দম্পতির বাড়ির গাছে সাত থেকে আট হাত লম্বা কুশি ধরেছে। এর আগে এত লম্বা কুশি দেখা যায়নি বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে কৃষক মনিমালা ও মনিমোহন জোর্দারের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁদের উঠানের কুশিগাছে সাত থেকে আট হাত লম্বা কুশি। তাঁরা বলেন, ‘আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটি আমাদের বাড়ির ভেতরে ভিটায় রোপণ করেছিলাম। দুটি বীজের ভেতর থেকে একটি বীজের চারা হয়েছে। গাছটির বয়স প্রায় তিন মাস। একটি গাছে ১৬টি কুশি হয়েছে। গাছে ছোট-বড় আরও অনেক কুশি রয়েছে। কুশি খেতেও অনেক ভালো।’ 

মনিমোহন জোয়ার্দার বলেন, ‘আমাদের জীবনকালেও এত লম্বা কুশি কখনো দেখিনি। কুশিটির নাম হচ্ছে রাম কুশি।’

কৃষক মনিমোহন জোয়ার্দার বলেন, `কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে হয়তো আমরা এই জাতের কুশির বীজ সংগ্রহ করে বীজজাত করতে পারব।' 

বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, `এই কুশি খুবই ভালো জাতের বীজ। আমরা বীজ সংরক্ষণের সার্বিক সহযোগিতা করব।' 

৮ হাত লম্বা কুশি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত