Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১৮: ৩০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনায় সাংবাদিক আবু তৈয়ব মুন্সি ও এ এস সবুর রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এই অভিযোগ গঠন করেন। সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম সাজ্জাত আলী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু তৈয়ব মুন্সি এনটিভির সাংবাদিক ও সবুর রানা রামপালের সাংবাদিক।

আদালত আগামী ২০ সেপ্টেম্বর মামলার প্রথম সাক্ষী ও বাদী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাক্ষ্য গ্রহণের জন্য সমন জারি করেছেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবীরা মামলায় আসামিদের অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বর্তমানে আবু তৈয়ব মুন্সি ও সবুর রানা উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। 

গত বছরের ২১ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় এই দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় আবু তৈয়ব মুন্সি গ্রেপ্তার হন এবং পরে জামিন পান। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার পুলিশ পরিদর্শক মো. সাঈদুর রহমান গত বছরের ৩১ আগস্ট খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে আবু তৈয়ব মুন্সি ও এ এম সবুর রানাকে আসামি করে অভিযোগ দাখিল করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত