Ajker Patrika

খুলনায় দুদকের নিখোঁজ পিপির লাশ নদী থেকে উদ্ধার

খুলনা প্রতিনিধি
খুলনায় দুদকের নিখোঁজ পিপির লাশ নদী থেকে উদ্ধার

খুলনার বটিয়াঘাটায় কাজিবাছা নদী থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মো. লুৎফুলক কবির নেওয়াজের (৬০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার সন্ধ্যায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। তিনি গত বুধবার নিজের বাসা থেকে নিখোঁজ ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রূপসা থানা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল ইসলাম শেখ। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। তারপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি মো. লুৎফুলক কবির নেওয়াজের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। ওসি বলেন, ‘লাশের মাথায় আঘাত রয়েছে। লাশটি চার-পাঁচ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে মামলাও করা হবে বলে জানান ওসি।

নিহত লুৎফুলক কবিরের মেজভাই জহরুলুল হায়দার জানান, লুৎফুলক খুলনায় দুদকের পিপি ছিলেন। গত বুধবার থেকে তিনি নিজের খুলনার বাসা থেকে নিখোঁজ হন। আজ সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার হয়েছে। তাঁর দুই ছেলে রয়েছে। তবে লুৎফুলক হত্যার শিকার হওয়ার কারণ বলতে পারেননি তাঁর ভাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত