পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ তামান্না খাতুন নামে এক তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এরপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তামান্না। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ তামান্না খাতুন পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে। গত ৫ মে সন্ধ্যায় বাড়ির পেছনে কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ ওই তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। তারপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এ ঘটনায় তরুণীর বাবা আব্দুল হক পাটকেলঘাটা থানায় মালয়েশিয়াপ্রবাসী সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পেট্রলের আগুনে দগ্ধ মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় মারা গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণপদ সমাদ্দার শেখ হাসিনা বার্ন ইউনিটে অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামি সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। তিনিও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তরুণীর বর্তমান স্বামী ফরহাদ হোসেনও দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ মামলায় অপর এক আসামি পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ তামান্না খাতুন নামে এক তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এরপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তামান্না। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ তামান্না খাতুন পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে। গত ৫ মে সন্ধ্যায় বাড়ির পেছনে কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ ওই তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। তারপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এ ঘটনায় তরুণীর বাবা আব্দুল হক পাটকেলঘাটা থানায় মালয়েশিয়াপ্রবাসী সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পেট্রলের আগুনে দগ্ধ মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় মারা গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণপদ সমাদ্দার শেখ হাসিনা বার্ন ইউনিটে অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামি সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। তিনিও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তরুণীর বর্তমান স্বামী ফরহাদ হোসেনও দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ মামলায় অপর এক আসামি পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে