চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে পাত্র সেজে কনের বাড়িতে গিয়ে আটক হয়েছেন সোহেল রানা হিমেল (২৬) নামে এক ভুয়া পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। ২০২১ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারের মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম মানিক বাদী হয়ে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃত সোহেল রানা হিমেল কুষ্টিয়া সদর উপজেলার আমবাড়িয়া মণ্ডলপাড়ার তিজারত মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিজের জন্য বিয়ের পাত্রী দেখতে যান সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। সোহেল রানাকে পরিচয় জিজ্ঞাসা করলে যশোরের মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সোহেল রানা একজন প্রতারক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে পাত্র সেজে কনের বাড়িতে গিয়ে আটক হয়েছেন সোহেল রানা হিমেল (২৬) নামে এক ভুয়া পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। ২০২১ সালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারের মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম মানিক বাদী হয়ে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃত সোহেল রানা হিমেল কুষ্টিয়া সদর উপজেলার আমবাড়িয়া মণ্ডলপাড়ার তিজারত মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিজের জন্য বিয়ের পাত্রী দেখতে যান সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। সোহেল রানাকে পরিচয় জিজ্ঞাসা করলে যশোরের মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সোহেল রানা একজন প্রতারক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা গ্রেপ্তার হয়েছিলেন। তিনি নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৭ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪২ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে