খুলনা প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ ভারতের পা চেটে চলবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক। সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না।’
আজ শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এইবার যে লড়াই হলো সেখানে ছাত্র-জনতা বলেছে, তারা নতুন বাংলাদেশ চায়। তারা পুরোনো সেই আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গান গেয়েছে; এক পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র ১১৮৬ কোটি ভারতীয় মুদ্রা ব্যয় হয়েছে। আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার। বোঝাই যাচ্ছে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার।
ডাকসুর সাবেক ভিপি বলেন, অনেকে বলে শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বলি আসেন। সেদিন একজন ভিডিও দেখালেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন। তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন। আর আপনি বিদেশেও জায়গা পাচ্ছেন না। সবাই জানে সে একটা খুনি, লুটেরা ও ফ্যাসিস্ট।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিকত্বের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ।
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্যসচিব কাজী মোতার রহমান বাবুসহ দলের জেলা মহানগরের নেতারা।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ ভারতের পা চেটে চলবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক। সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না।’
আজ শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এইবার যে লড়াই হলো সেখানে ছাত্র-জনতা বলেছে, তারা নতুন বাংলাদেশ চায়। তারা পুরোনো সেই আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গান গেয়েছে; এক পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র ১১৮৬ কোটি ভারতীয় মুদ্রা ব্যয় হয়েছে। আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার। বোঝাই যাচ্ছে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার।
ডাকসুর সাবেক ভিপি বলেন, অনেকে বলে শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বলি আসেন। সেদিন একজন ভিডিও দেখালেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন। তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন। আর আপনি বিদেশেও জায়গা পাচ্ছেন না। সবাই জানে সে একটা খুনি, লুটেরা ও ফ্যাসিস্ট।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিকত্বের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ।
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্যসচিব কাজী মোতার রহমান বাবুসহ দলের জেলা মহানগরের নেতারা।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১৩ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে