মানিকছড়ি ও পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

পর্যটনখ্যাত সাজেক থেকে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটকের গতিরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে অপহরণের কিছুক্ষণ পরই পুলিশের কল পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
অপহরণের শিকার তিনজনই ফরিদপুর জেলার বাসিন্দা। তাঁরা হলেন মো. মজিবুর রহমানের ছেলে এস এম নাহিদুজ্জামান (৩৮), কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮) ও হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (২৮)।
খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁদের গাড়ির গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা দেওয়া জন্য বলা হয়।
অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোবাইল ফোন নম্বরে কল করে বিষয়টি জানায়। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের কাছ থেকে ভিকটিমের নম্বর নিয়ে ফোন দেন। এরপর দুষ্কৃতকারীরা ট্রুকলারে পুলিশ সুপারের নম্বর থেকে কলটি এসেছে দেখতে পায় এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে তাদের ছেড়ে দেয়। এ সময় সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
অপহৃত ব্যক্তিরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। পরে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন।

পর্যটনখ্যাত সাজেক থেকে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটকের গতিরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে অপহরণের কিছুক্ষণ পরই পুলিশের কল পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
অপহরণের শিকার তিনজনই ফরিদপুর জেলার বাসিন্দা। তাঁরা হলেন মো. মজিবুর রহমানের ছেলে এস এম নাহিদুজ্জামান (৩৮), কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮) ও হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (২৮)।
খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁদের গাড়ির গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা দেওয়া জন্য বলা হয়।
অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোবাইল ফোন নম্বরে কল করে বিষয়টি জানায়। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের কাছ থেকে ভিকটিমের নম্বর নিয়ে ফোন দেন। এরপর দুষ্কৃতকারীরা ট্রুকলারে পুলিশ সুপারের নম্বর থেকে কলটি এসেছে দেখতে পায় এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে তাদের ছেড়ে দেয়। এ সময় সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
অপহৃত ব্যক্তিরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। পরে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১২ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৫ মিনিট আগে