ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কীটনাশক প্রয়োগ করে অর্ধশতাধিক পাখি হত্যার ঘটনা ঘটেছে। বাকড়ি গ্রামের কৃষক মো. মুন্নু গেল কয়েক দিনে এ ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর পর ওই পাখিগুলো তিনি লাঠির সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখেন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সদরের আলিয়ার বাকড়ি গ্রামের মাঠে গমখেতে এমন দৃশ্য দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ দিন আগে নিজের ১৮ কাঠা জমিতে গমের বীজ বপন করেন স্থানীয় কৃষক মো. মুন্নু। এরপর সেখানে শালিক, ঘুঘুসহ অন্যান্য পাখি বসে অনেক বীজ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে দুই দিন পর ওই কৃষক জমিতে কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক মেশানো গম খেয়ে একের পর এক পাখি মারা যেতে থাকে। এরপর মৃত পাখিগুলো রশি দিয়ে লাঠিতে বেঁধে এক সপ্তাহ ধরে খেতেই ঝুলিয়ে রাখেন তিনি। অনেক পাখি এরই মধ্যে পচে গেছে, কোনোটি শেয়ালে নিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, গমের সঙ্গে কীটনাশক প্রয়োগের ফলে সেই গম খেয়ে পাখিগুলো মারা গেছে। কিছু পাখি পচে গেছে, কিছুতে পচা গন্ধ বের হচ্ছে, আবার অনেক পাখি কাক-শেয়ালে নিয়ে গেছে। আসলে পাখিগুলো এভাবে মেরে ঝুলিয়ে রাখা অমানবিক ঘটনা।
এদিকে কৃষক মো. মুন্নু বলেন, ‘খেতের গমবীজ ছিটানোর পর পাখিগুলো বসে তা খেয়ে ফেলছিল। তাই বীজ রক্ষার জন্যই কীটনাশক দেওয়া হয়েছিল। আর সেগুলো খেয়ে পাখি মরেছে। তবে অন্য পাখি যেন খেতে আর না বসে, এ জন্য মৃত পাখিগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো এ কাজ করা ঠিক হয়নি।’ এ সময় তিনি ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ না করার জন্যও ভীতি প্রদর্শন করেন।
ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘পাখি হত্যা করা অপরাধ। আমি একটি ট্রেনিংয়ের কাজে যশোরে এসেছি। এ বিষয়ে পড়ে আপনার সঙ্গে কথা বলব।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ফসলের খেতে কীটনাশক দিয়ে পাখি হত্যা অবশ্যই অপরাধ। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হতে পারে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

ঝিনাইদহে কীটনাশক প্রয়োগ করে অর্ধশতাধিক পাখি হত্যার ঘটনা ঘটেছে। বাকড়ি গ্রামের কৃষক মো. মুন্নু গেল কয়েক দিনে এ ঘটনা ঘটিয়েছেন। মৃত্যুর পর ওই পাখিগুলো তিনি লাঠির সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখেন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সদরের আলিয়ার বাকড়ি গ্রামের মাঠে গমখেতে এমন দৃশ্য দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ দিন আগে নিজের ১৮ কাঠা জমিতে গমের বীজ বপন করেন স্থানীয় কৃষক মো. মুন্নু। এরপর সেখানে শালিক, ঘুঘুসহ অন্যান্য পাখি বসে অনেক বীজ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে দুই দিন পর ওই কৃষক জমিতে কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক মেশানো গম খেয়ে একের পর এক পাখি মারা যেতে থাকে। এরপর মৃত পাখিগুলো রশি দিয়ে লাঠিতে বেঁধে এক সপ্তাহ ধরে খেতেই ঝুলিয়ে রাখেন তিনি। অনেক পাখি এরই মধ্যে পচে গেছে, কোনোটি শেয়ালে নিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, গমের সঙ্গে কীটনাশক প্রয়োগের ফলে সেই গম খেয়ে পাখিগুলো মারা গেছে। কিছু পাখি পচে গেছে, কিছুতে পচা গন্ধ বের হচ্ছে, আবার অনেক পাখি কাক-শেয়ালে নিয়ে গেছে। আসলে পাখিগুলো এভাবে মেরে ঝুলিয়ে রাখা অমানবিক ঘটনা।
এদিকে কৃষক মো. মুন্নু বলেন, ‘খেতের গমবীজ ছিটানোর পর পাখিগুলো বসে তা খেয়ে ফেলছিল। তাই বীজ রক্ষার জন্যই কীটনাশক দেওয়া হয়েছিল। আর সেগুলো খেয়ে পাখি মরেছে। তবে অন্য পাখি যেন খেতে আর না বসে, এ জন্য মৃত পাখিগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো এ কাজ করা ঠিক হয়নি।’ এ সময় তিনি ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ না করার জন্যও ভীতি প্রদর্শন করেন।
ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘পাখি হত্যা করা অপরাধ। আমি একটি ট্রেনিংয়ের কাজে যশোরে এসেছি। এ বিষয়ে পড়ে আপনার সঙ্গে কথা বলব।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ফসলের খেতে কীটনাশক দিয়ে পাখি হত্যা অবশ্যই অপরাধ। এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হতে পারে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৭ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২৩ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে