Ajker Patrika

ঝিনাইদহে প্রতিপক্ষ ভেবে ইবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম

ইবি প্রতিনিধি 
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১: ৩৫
ঝিনাইদহে প্রতিপক্ষ ভেবে ইবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম
প্রতিপক্ষের লোক ভেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে জখম। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ শহরের আরাপপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের বাসের অপেক্ষায় ছিলেন। ওই সময় এলাকাবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তাঁকে বিরোধী পক্ষের সদস্য ভেবে অপর পক্ষের কিছু লোক এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

আহত শিক্ষার্থীর নাম মুশিউর রহমান। তিনি ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের আবাসিক ছাত্র। তাঁর বাড়ি রংপুরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত