শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরে না আসায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ নিতে না দিয়ে তাদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১১ জুন) একাদশ শ্রেণির আইসিটি পরীক্ষা চলাকালে।
খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ৪ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলিমা হাসান জানায়, দরজির ব্যস্ততা এবং বাজারে কাপড় না পাওয়ায় অনেকেই সময়মতো পোশাক তৈরি করতে পারেনি। রোববার তাদের ছিল আইসিটি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত কক্ষে তারা যায়। পরে অধ্যক্ষ ইউনিফর্ম পরে না আসা শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বের করে দেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এ ব্যাপারে এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুর রহমান জানান, তাঁর মেয়ে মোবাইল ফোনে তাঁকে জানায়, পোশাক না পরে আসায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের ড্রেস কোড মেনে ইউনিফর্ম পরে আসার জন্য বলা হচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থী তা মানছে না। এ কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিফর্ম না থাকায় শতাধিক শিক্ষার্থীকে তিনি পরীক্ষায় অংশ নিতে দেননি।

কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরে না আসায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ নিতে না দিয়ে তাদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১১ জুন) একাদশ শ্রেণির আইসিটি পরীক্ষা চলাকালে।
খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ৪ শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলিমা হাসান জানায়, দরজির ব্যস্ততা এবং বাজারে কাপড় না পাওয়ায় অনেকেই সময়মতো পোশাক তৈরি করতে পারেনি। রোববার তাদের ছিল আইসিটি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত কক্ষে তারা যায়। পরে অধ্যক্ষ ইউনিফর্ম পরে না আসা শিক্ষার্থীদের পরীক্ষার হল থেকে বের করে দেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এ ব্যাপারে এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুর রহমান জানান, তাঁর মেয়ে মোবাইল ফোনে তাঁকে জানায়, পোশাক না পরে আসায় তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের ড্রেস কোড মেনে ইউনিফর্ম পরে আসার জন্য বলা হচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থী তা মানছে না। এ কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিফর্ম না থাকায় শতাধিক শিক্ষার্থীকে তিনি পরীক্ষায় অংশ নিতে দেননি।

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১২ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৫ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
৩৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
৩৮ মিনিট আগে