ঝালকাঠি প্রতিনিধি

ঢাকায় পোশাক কারখানায় মায়ের সঙ্গে চাকরি খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির শিশু মো. আরাফাত ইসলাম (৯) নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা আখি বেগম (২৮) ও ছোট বোন মরিয়ম (৪) গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত শিশু আরাফাত বরিশাল সদরের নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের মনির হাওলাদেরের ছেলে।
জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে যমুনা লাইন পরিবহন নামে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১০ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত ১১ যাত্রীর মধ্যে আরাফাতও ছিল।
আরাফাতের নানা আলী আকবর বলেন, আরাফাতের বাবা ওমান প্রবাসী মনিরের সঙ্গে আখির তিন বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে আরাফাত ও মরিয়ম মায়ের সঙ্গে থাকত। সন্তানদের ভরণপোষণ মেটাতে আখি চাকরির চেষ্টা করছিল। একটি পোশাক কারখানায় চাকরি খুঁজতে গত সপ্তাহে দুই সন্তান নিয়ে আমার মেয়ে ঢাকায় যায়। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাঁরা।
নিহত আরাফাতের মা আখি বেগম বলেন, বাসটি উজিপুরে পৌঁছার পর ভোরে বিকট শব্দে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর আর কিছু আমার মনে নেই। হাসপাতালে শুয়ে শুনতে পাই আমার ছেলে বেঁচে নেই।
ময়নাতদন্ত শেষে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরাফাতের মরদেহ গ্রহণ করেছে তাঁর ফুফু মুক্তা বেগম। তিনি বলেন, আজ সন্ধ্যার পরে নৈয়ারী গ্রামে মরদেহ দাফন করা হবে।

ঢাকায় পোশাক কারখানায় মায়ের সঙ্গে চাকরি খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির শিশু মো. আরাফাত ইসলাম (৯) নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা আখি বেগম (২৮) ও ছোট বোন মরিয়ম (৪) গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত শিশু আরাফাত বরিশাল সদরের নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের মনির হাওলাদেরের ছেলে।
জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে যমুনা লাইন পরিবহন নামে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১০ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত ১১ যাত্রীর মধ্যে আরাফাতও ছিল।
আরাফাতের নানা আলী আকবর বলেন, আরাফাতের বাবা ওমান প্রবাসী মনিরের সঙ্গে আখির তিন বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে আরাফাত ও মরিয়ম মায়ের সঙ্গে থাকত। সন্তানদের ভরণপোষণ মেটাতে আখি চাকরির চেষ্টা করছিল। একটি পোশাক কারখানায় চাকরি খুঁজতে গত সপ্তাহে দুই সন্তান নিয়ে আমার মেয়ে ঢাকায় যায়। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাঁরা।
নিহত আরাফাতের মা আখি বেগম বলেন, বাসটি উজিপুরে পৌঁছার পর ভোরে বিকট শব্দে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর আর কিছু আমার মনে নেই। হাসপাতালে শুয়ে শুনতে পাই আমার ছেলে বেঁচে নেই।
ময়নাতদন্ত শেষে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরাফাতের মরদেহ গ্রহণ করেছে তাঁর ফুফু মুক্তা বেগম। তিনি বলেন, আজ সন্ধ্যার পরে নৈয়ারী গ্রামে মরদেহ দাফন করা হবে।

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
৩৬ মিনিট আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
৩৯ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে