কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় একটি বেসরকারি ক্লিনিকে প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সেই নারীর সি-সেকশন অপারেশন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার। অবশেষে ভুক্তভোগী সেই নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। গত বৃহস্পতিবার তাঁকে ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। মাহিনুর বেগম (২৩) নামে ওই প্রসূতি বেতাগী উপজেলার নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের শাহজাহানের (মৃত) মেয়ে।
জানা যায়, গত ৯ ডিসেম্বর প্রসবব্যথা নিয়ে মাহিনুরকে আমুয়া অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভর্তি করানো হয়। এ সময় সিজার করতে গিয়ে মাহিনুরের জরায়ু কেটে ফেলার অভিযোগ করেন স্বজনেরা। এতে রোগী মাহিনুর বেগমের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে ১১ ব্যাগ রক্ত দেন। পরে ১৫ ডিসেম্বর অন্যত্র চিকিৎসার পরামর্শ দিয়ে ক্লিনিকের রেজিস্টার থেকে মাহিনুরের নাম কেটে দেওয়া হয়। মাহিনুরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসকে দেখানো হয়। সেখানে শয্যা না পাওয়ায় গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার বলেন, ‘আগে মাহিনুরের সিজার করা থাকায় ফুলটা পজিশনে ছিল না এবং জরায়ুর মধ্যে একটা টিউমার ছিল। এ কারণে অপারেশন করতে গেলে খুব ব্লিডিং হয়। এটা আগে আলট্রাসনোগ্রাফিতে ধরা পড়েনি। অপারেশন করে বাচ্চা বের করার পরে যখন ফুলটা জরায়ু থেকে আলাদা করতে হয় তখন ফুলটা জরায়ুর মধ্যে ঢুকে থাকে। ওটা ছাড়ালেও ব্লিডিং হয় এবং না ছাড়ালেও ব্লিডিং হয়। না ছাড়ালে ফুলটা থেকে গেলে প্রচুর ব্লিডিং হয়। সেই মুহূর্তে জরায়ুর কিছু অংশ কেটে ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। ওটা করতে গেলে যেহেতু তাঁর প্রচুর ব্লিডিং হয়েছিল তখন জরুরিভিত্তিতে অনেক ব্যাগ রক্ত দিয়ে রোগীকে সেভ করা হয়েছে। কয়েক দিন পরে রোগীর ইনফেকশন হলে রোগীর আত্মীয়স্বজন মানসিকভাবে ভেঙে পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি মহল আমার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ছড়ায়। আমি মানবিক দিক বিবেচনায় এবং অসহায় মাহিনুর বেগমের পাশে দাঁড়িয়েছি এবং রোগী ও তাঁর স্বজনদের পছন্দের বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে তাঁর উন্নত চিকিৎসা করাচ্ছি। এখন সে অনেকটা সুস্থ।’
মাহিনুর বেগমের বোন শাহিনুর বেগম বলেন, ‘ডা. তাপস স্যারের মাধ্যমে ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। চিকিৎসাসহ সমস্ত খরচ তিনিই দিচ্ছেন। বর্তমানে এখানে তাঁর বিভিন্ন টেস্ট করানো হচ্ছে। বোন আগের থেকে একটু ভালো।’

ঝালকাঠির কাঠালিয়ায় একটি বেসরকারি ক্লিনিকে প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সেই নারীর সি-সেকশন অপারেশন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার। অবশেষে ভুক্তভোগী সেই নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা। গত বৃহস্পতিবার তাঁকে ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। মাহিনুর বেগম (২৩) নামে ওই প্রসূতি বেতাগী উপজেলার নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের শাহজাহানের (মৃত) মেয়ে।
জানা যায়, গত ৯ ডিসেম্বর প্রসবব্যথা নিয়ে মাহিনুরকে আমুয়া অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভর্তি করানো হয়। এ সময় সিজার করতে গিয়ে মাহিনুরের জরায়ু কেটে ফেলার অভিযোগ করেন স্বজনেরা। এতে রোগী মাহিনুর বেগমের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে ১১ ব্যাগ রক্ত দেন। পরে ১৫ ডিসেম্বর অন্যত্র চিকিৎসার পরামর্শ দিয়ে ক্লিনিকের রেজিস্টার থেকে মাহিনুরের নাম কেটে দেওয়া হয়। মাহিনুরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসকে দেখানো হয়। সেখানে শয্যা না পাওয়ায় গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার বলেন, ‘আগে মাহিনুরের সিজার করা থাকায় ফুলটা পজিশনে ছিল না এবং জরায়ুর মধ্যে একটা টিউমার ছিল। এ কারণে অপারেশন করতে গেলে খুব ব্লিডিং হয়। এটা আগে আলট্রাসনোগ্রাফিতে ধরা পড়েনি। অপারেশন করে বাচ্চা বের করার পরে যখন ফুলটা জরায়ু থেকে আলাদা করতে হয় তখন ফুলটা জরায়ুর মধ্যে ঢুকে থাকে। ওটা ছাড়ালেও ব্লিডিং হয় এবং না ছাড়ালেও ব্লিডিং হয়। না ছাড়ালে ফুলটা থেকে গেলে প্রচুর ব্লিডিং হয়। সেই মুহূর্তে জরায়ুর কিছু অংশ কেটে ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। ওটা করতে গেলে যেহেতু তাঁর প্রচুর ব্লিডিং হয়েছিল তখন জরুরিভিত্তিতে অনেক ব্যাগ রক্ত দিয়ে রোগীকে সেভ করা হয়েছে। কয়েক দিন পরে রোগীর ইনফেকশন হলে রোগীর আত্মীয়স্বজন মানসিকভাবে ভেঙে পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি মহল আমার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ছড়ায়। আমি মানবিক দিক বিবেচনায় এবং অসহায় মাহিনুর বেগমের পাশে দাঁড়িয়েছি এবং রোগী ও তাঁর স্বজনদের পছন্দের বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে তাঁর উন্নত চিকিৎসা করাচ্ছি। এখন সে অনেকটা সুস্থ।’
মাহিনুর বেগমের বোন শাহিনুর বেগম বলেন, ‘ডা. তাপস স্যারের মাধ্যমে ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। চিকিৎসাসহ সমস্ত খরচ তিনিই দিচ্ছেন। বর্তমানে এখানে তাঁর বিভিন্ন টেস্ট করানো হচ্ছে। বোন আগের থেকে একটু ভালো।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৯ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩০ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩৬ মিনিট আগে