যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার একটি গ্রামের লিচুবাগানে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে। পরে অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার একটি ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, জেলার মনিরামপুর উপজেলার এক তরুণী (১৯) বেনাপোলে খালার বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে চার যুবকের সঙ্গে তাঁর পরিচয়। এ সময় তাঁরা ওই তরুণীকে ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে একটি লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে বহিষ্কার করা হয়েছে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ওই তরুণীকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে আসামি জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা তরুণীকে ধর্ষণ করেন। মেয়েটি ফোনে ঝিকরগাছা থানা-পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

যশোরের ঝিকরগাছায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার একটি গ্রামের লিচুবাগানে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঝিকরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে। পরে অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার একটি ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, জেলার মনিরামপুর উপজেলার এক তরুণী (১৯) বেনাপোলে খালার বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে চার যুবকের সঙ্গে তাঁর পরিচয়। এ সময় তাঁরা ওই তরুণীকে ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে একটি লিচুবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। অভিযুক্ত দুজনকে বহিষ্কার করা হয়েছে।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ওই তরুণীকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে আসামি জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা তরুণীকে ধর্ষণ করেন। মেয়েটি ফোনে ঝিকরগাছা থানা-পুলিশকে ঘটনা জানায়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে