বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচার হওয়া ২৫ শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া যৌথ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করে। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে বাংলাদেশের ৩টি মানবাধিকার সংস্থা।
বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ২৫ শিশুকে মানবাধিকার কর্মীরা গ্রহণ করেছেন।’
জানা যায়, প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর নানান সচেতনতামূলক পদক্ষেপের পরেও কোনোভাবে থামছে না মানবপাচার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সীমান্ত পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারকারীরা প্রায়ই নারী–শিশুদের নিচ্ছে ভারতে। তিন বছর আগে বিভিন্ন সীমান্ত পথে পাচারের শিকার এমন ২৫ শিশু উদ্ধারের পর ফেরত এসেছে স্বদেশ। ভালো কোনো কাজ না দিয়ে বিভিন্ন ঝুঁকিমুলক কাজে তাদের ব্যবহার করেছিল পাচারকারীরা।
পুলিশ পাচারকারীদের আস্তানা থেকে কাউকে, আবার কেউ পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিয়েছিল। পরে পুলিশ শিশুদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় মানবাধিকার সদস্যরা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে এসব শিশুরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা শিশুদের আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে এনজিও প্রতিনিধিরা। এদের বয়স ৯ থেকে ১৭ বছরের মধ্যে।
শিশুরা জানায়, কাউকে অপহরণ, কাউকে কাজের কথা বলে ভারতে পাচার করেছিল। এত দিন পর তাদের দেশে এসে ভালো লাগছে।
এ বিষয়ে মানবাধিকার সংস্থা রাইট যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরত আসা শিশুদের আইনি সহায়তা করা হবে। ফেরত আসা শিশুদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জন, রাইটস যশোর ১১ জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৭ জনকে হেফাজতে নিয়েছে। শিশুদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, মানিকগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
আমেরিকান সেন্টার ফর ইন্টার ন্যাশনাল লেবার সলিডারিটি সেন্টারের মানবাধিকার কর্মকর্তা নুরজাহাহান রিনা আজকের পত্রিকাকে বলেন, ‘পাচার প্রতিরোধ করতে দেশে কর্ম সংস্থান বৃদ্ধি ও সবাইকে সচেতন হতে হবে।’

ভারতে পাচার হওয়া ২৫ শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া যৌথ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করে। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে বাংলাদেশের ৩টি মানবাধিকার সংস্থা।
বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ২৫ শিশুকে মানবাধিকার কর্মীরা গ্রহণ করেছেন।’
জানা যায়, প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর নানান সচেতনতামূলক পদক্ষেপের পরেও কোনোভাবে থামছে না মানবপাচার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সীমান্ত পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারকারীরা প্রায়ই নারী–শিশুদের নিচ্ছে ভারতে। তিন বছর আগে বিভিন্ন সীমান্ত পথে পাচারের শিকার এমন ২৫ শিশু উদ্ধারের পর ফেরত এসেছে স্বদেশ। ভালো কোনো কাজ না দিয়ে বিভিন্ন ঝুঁকিমুলক কাজে তাদের ব্যবহার করেছিল পাচারকারীরা।
পুলিশ পাচারকারীদের আস্তানা থেকে কাউকে, আবার কেউ পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিয়েছিল। পরে পুলিশ শিশুদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় মানবাধিকার সদস্যরা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে এসব শিশুরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা শিশুদের আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে এনজিও প্রতিনিধিরা। এদের বয়স ৯ থেকে ১৭ বছরের মধ্যে।
শিশুরা জানায়, কাউকে অপহরণ, কাউকে কাজের কথা বলে ভারতে পাচার করেছিল। এত দিন পর তাদের দেশে এসে ভালো লাগছে।
এ বিষয়ে মানবাধিকার সংস্থা রাইট যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরত আসা শিশুদের আইনি সহায়তা করা হবে। ফেরত আসা শিশুদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জন, রাইটস যশোর ১১ জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৭ জনকে হেফাজতে নিয়েছে। শিশুদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, মানিকগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
আমেরিকান সেন্টার ফর ইন্টার ন্যাশনাল লেবার সলিডারিটি সেন্টারের মানবাধিকার কর্মকর্তা নুরজাহাহান রিনা আজকের পত্রিকাকে বলেন, ‘পাচার প্রতিরোধ করতে দেশে কর্ম সংস্থান বৃদ্ধি ও সবাইকে সচেতন হতে হবে।’

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
২২ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে