বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরামাণিক নামে ভারতীয় এক ট্রাকচালককে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল গেইট থেকে তাঁকে আটক করা হয়।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা বন্দরের নিরাপত্তা জোরদার করেন। রাতে সন্দেহভাজন ট্রাকচালক বেচারাম পরামাণিককে একটি ব্যাগসহ টার্মিনাল এলাকা থেকে বের হতে দেখে তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়। পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল বলে জানান তিনি।
জানা গেছে, সব পাসপোর্টেই গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে এসব পাসপোর্ট ব্যবহার করা হচ্ছিল।
আটক ট্রাকচালককে পাসপোর্টসহ পুলিশে সোপর্দ করা হবে বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।
জব্দ করা পাসপোর্টধারীদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন: ঢাকার নাজমুল ইসলাম, গাজীপুরের আবুল হোসেন, মানিকগঞ্জের শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল কাদের, আব্দুল আজিজ, আব্দুর রহিম, রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার তন্মির হাসান, আরিফুল ইসলাম, পলাশ হোসেন, জাকারিয়া, আবু সাঈদ, ফেনির আব্দুল করিম, নরসিংদীর ফাইম মিয়া, চাঁদপুরের মোজাম্মেল হোসেন, নোয়াখালীর ইমরান হোসেন, কিশোরগঞ্জের অপূর্ব মিয়া, ঢাকার ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার ইসহাক ও সাতক্ষীরার হুমায়ুন কবির।
খবর পেয়ে রাতে বেনাপোল বন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সংবাদকর্মীরা ভিড় করেন। পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, নাকি কোনো অপরাধী চক্রের সদস্য—তা খতিয়ে দেখছে পুলিশ।

যশোরের বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরামাণিক নামে ভারতীয় এক ট্রাকচালককে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল গেইট থেকে তাঁকে আটক করা হয়।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা বন্দরের নিরাপত্তা জোরদার করেন। রাতে সন্দেহভাজন ট্রাকচালক বেচারাম পরামাণিককে একটি ব্যাগসহ টার্মিনাল এলাকা থেকে বের হতে দেখে তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়। পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল বলে জানান তিনি।
জানা গেছে, সব পাসপোর্টেই গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে এসব পাসপোর্ট ব্যবহার করা হচ্ছিল।
আটক ট্রাকচালককে পাসপোর্টসহ পুলিশে সোপর্দ করা হবে বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।
জব্দ করা পাসপোর্টধারীদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন: ঢাকার নাজমুল ইসলাম, গাজীপুরের আবুল হোসেন, মানিকগঞ্জের শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল কাদের, আব্দুল আজিজ, আব্দুর রহিম, রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার তন্মির হাসান, আরিফুল ইসলাম, পলাশ হোসেন, জাকারিয়া, আবু সাঈদ, ফেনির আব্দুল করিম, নরসিংদীর ফাইম মিয়া, চাঁদপুরের মোজাম্মেল হোসেন, নোয়াখালীর ইমরান হোসেন, কিশোরগঞ্জের অপূর্ব মিয়া, ঢাকার ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার ইসহাক ও সাতক্ষীরার হুমায়ুন কবির।
খবর পেয়ে রাতে বেনাপোল বন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সংবাদকর্মীরা ভিড় করেন। পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, নাকি কোনো অপরাধী চক্রের সদস্য—তা খতিয়ে দেখছে পুলিশ।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে