Ajker Patrika

দিনদুপুরে অটোরিকশায় তুলছিল গরু, আটক ৩ চোর

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৫, ২২: ১৯
দিনদুপুরে অটোরিকশায় তুলছিল গরু, আটক ৩ চোর
গরু চুরি করতে গিয়ে আটক তিন চোর। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে দিনদুপুরে গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে পালানোর সময় তিন চোরকে আটক করেছে এলাকাবাসী। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার হাজরাকাটি মোলাম মিয়ার বটতলা মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক তিনজনকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটক তিন ব্যক্তি হলেন খুলনার আড়ংঘাটা থানার শেখ সুজন (৪৩), দৌলতপুর থানার আল-আমিন (৩৩) এবং অটোরিকশাচালক, খানজাহান আলী থানার আজিজুল ইসলাম (২৫)।

স্থানীয় সজিব হোসেন বলেন, সকাল থেকে হাজরাকাটি গ্রামের আবুল খায়ের বাচ্চুর দুটি গরু যশোর-চুকনগর সড়কের পাশে বাড়ির সামনে বাধা ছিল। বেলা ১টার দিকে অটোরিকশায় তিনজন এসে রাস্তার ওপর গাড়ি থামিয়ে দুজন ভেতরে বসে ছিলেন। একজন নেমে একটি গরু খুলে সিএনজিতে তুলছিলেন। এ সময় স্থানীয় একজন দেখে চিৎকার দিলে ওই তিনজন গরু রেখে পালানোর চেষ্টা করেন। তখন চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকেই ধরে ফেলেন। পরে থানা-পুলিশে খবর দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আটক তিনজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত