
আজ রোববার। ঘড়ির কাঁটায় বাজে সকাল ৯টা। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন পাঁচজন ভোটার। এক ঘণ্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা, তবু তাঁদের ক্লান্তি নেই, চোখে-মুখে আনন্দের ছাপ। ১৪ বছর পর ভোটকেন্দ্রে আসতে পেরে বেজায় খুশি তাঁরা। এর আগে কোনো ভোটে বাড়ি থেকে বের হতে পারেননি ওই পাঁচ ভোটার।
ওই ব্যক্তিরা হলেন মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম (৭০), কদমবাড়িয়া গ্রামের আনসার আলী (৬০), নূর ইসলাম (৬০), আবু সায়ীদ (৪০) ও ফারুক হোসেন (৩৭)।
কদমবাড়িয়া গ্রামের ফারুক হোসেন বলেন, ১৪ বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ সকাল থেকে ভোট দেব বলে লাইনে দাঁড়াই আছি। এতে ঈদের আনন্দ লাগছে।
একই গ্রামের বাসিন্দা আবু সাইদ বলেন, `১৪ বছর ধরে মারধর ও দাঙ্গা হাঙ্গামার ভয়ে ভোটের দিন ঘর থেকে বের হতি পারিনি। এবার ভোট সুষ্ঠু মনে হচ্ছে।'
ওই গ্রামের নূর ইসলাম বলেন, `এর আগে ভোটের মাঠে আসতি দিইনি। পথেরতে ফেরত দেছে। আজ ভোটের মাঠে আইছি। এক ঘণ্টা লাইনে দাঁড়াই আছি। ভোট দিতে আসতি পাইরে ভালো লাগতিছে।'
মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম বলেন, `১৪ বছর পর ভোটের মাঠে আইছি। এর আগে ভয়তে ভোট দিতি আসিনি। মারবে, ধরবে, পেটপে, বোম ফুটোচ্ছিল—এই ভয়ে এত বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ ভোটের মাঠে আসতি পাইরে খুব শান্তি পাচ্ছি।'
টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের মুখে হাসি ফুটেছে। বহু বছর পর ভোটারদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছি।

আজ রোববার। ঘড়ির কাঁটায় বাজে সকাল ৯টা। টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন পাঁচজন ভোটার। এক ঘণ্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা, তবু তাঁদের ক্লান্তি নেই, চোখে-মুখে আনন্দের ছাপ। ১৪ বছর পর ভোটকেন্দ্রে আসতে পেরে বেজায় খুশি তাঁরা। এর আগে কোনো ভোটে বাড়ি থেকে বের হতে পারেননি ওই পাঁচ ভোটার।
ওই ব্যক্তিরা হলেন মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম (৭০), কদমবাড়িয়া গ্রামের আনসার আলী (৬০), নূর ইসলাম (৬০), আবু সায়ীদ (৪০) ও ফারুক হোসেন (৩৭)।
কদমবাড়িয়া গ্রামের ফারুক হোসেন বলেন, ১৪ বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ সকাল থেকে ভোট দেব বলে লাইনে দাঁড়াই আছি। এতে ঈদের আনন্দ লাগছে।
একই গ্রামের বাসিন্দা আবু সাইদ বলেন, `১৪ বছর ধরে মারধর ও দাঙ্গা হাঙ্গামার ভয়ে ভোটের দিন ঘর থেকে বের হতি পারিনি। এবার ভোট সুষ্ঠু মনে হচ্ছে।'
ওই গ্রামের নূর ইসলাম বলেন, `এর আগে ভোটের মাঠে আসতি দিইনি। পথেরতে ফেরত দেছে। আজ ভোটের মাঠে আইছি। এক ঘণ্টা লাইনে দাঁড়াই আছি। ভোট দিতে আসতি পাইরে ভালো লাগতিছে।'
মাহমুদকাটি গ্রামের তাজুল ইসলাম বলেন, `১৪ বছর পর ভোটের মাঠে আইছি। এর আগে ভয়তে ভোট দিতি আসিনি। মারবে, ধরবে, পেটপে, বোম ফুটোচ্ছিল—এই ভয়ে এত বছর ভোটের মাঠে আসতি পারিনি। আজ ভোটের মাঠে আসতি পাইরে খুব শান্তি পাচ্ছি।'
টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের মুখে হাসি ফুটেছে। বহু বছর পর ভোটারদের মধ্যে আনন্দ দেখতে পেয়েছি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
২২ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
৩৭ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে