শার্শা (যশোর) প্রতিনিধি

নতুন ভাইরাস মাঙ্কিপক্স প্রতিরোধে বেনাপোল বন্দরের ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি করে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের মাধ্যমে যাতে এ ভাইরাস না ছড়ায়, সে জন্য তদারকি শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।
আজ রোববার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে দিক নির্দেশনা দেয় স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার লক্ষীন্দার কুমার দে বলেন, ভ্রমণকারী যাত্রীদের কারও মুখ, হাত বা শরীরের কোথাও গুটি বসন্তের মত বা ফুসকুড়ি আছে কি না, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে আইসোলেশনে রাখার নির্দেশ রয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। এসব যাত্রীদের মধ্যে ভারত, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের যাত্রী রয়েছে। করোনার পাশাপাশি মাঙ্কিপক্স ভাইরাস রোধে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
জানা যায়, বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করলেও ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে বিরল এই রোগ মাঙ্কিপক্স। স্পেন, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শনাক্ত হয়েছে ছোঁয়াচে রোগটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে একজনের শরীরে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। ওই ব্যক্তি সম্প্রতি কানাডা ভ্রমণ করেছিলেন। মানবদেহে স্মলপক্সের মতোই প্রতিক্রিয়া তৈরি করে মাঙ্কিপক্স, যা পেশিতে ব্যথা, গলা ফোলা উপসর্গ দিয়ে শুরু হয়ে সাধারণ ফ্লুজনিত জ্বর দেখা দেয়। পরে মুখ ও শরীরে চিকেন পক্সের মতো র্যাশ দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন অংশে এই বিরল রোগের প্রকোপ বেশি দেখা যায়। তবে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এটি মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

নতুন ভাইরাস মাঙ্কিপক্স প্রতিরোধে বেনাপোল বন্দরের ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি করে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের মাধ্যমে যাতে এ ভাইরাস না ছড়ায়, সে জন্য তদারকি শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।
আজ রোববার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে দিক নির্দেশনা দেয় স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার লক্ষীন্দার কুমার দে বলেন, ভ্রমণকারী যাত্রীদের কারও মুখ, হাত বা শরীরের কোথাও গুটি বসন্তের মত বা ফুসকুড়ি আছে কি না, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজন কাউকে পাওয়া গেলে আইসোলেশনে রাখার নির্দেশ রয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। এসব যাত্রীদের মধ্যে ভারত, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের যাত্রী রয়েছে। করোনার পাশাপাশি মাঙ্কিপক্স ভাইরাস রোধে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
জানা যায়, বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করলেও ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে বিরল এই রোগ মাঙ্কিপক্স। স্পেন, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শনাক্ত হয়েছে ছোঁয়াচে রোগটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে একজনের শরীরে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। ওই ব্যক্তি সম্প্রতি কানাডা ভ্রমণ করেছিলেন। মানবদেহে স্মলপক্সের মতোই প্রতিক্রিয়া তৈরি করে মাঙ্কিপক্স, যা পেশিতে ব্যথা, গলা ফোলা উপসর্গ দিয়ে শুরু হয়ে সাধারণ ফ্লুজনিত জ্বর দেখা দেয়। পরে মুখ ও শরীরে চিকেন পক্সের মতো র্যাশ দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন অংশে এই বিরল রোগের প্রকোপ বেশি দেখা যায়। তবে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এটি মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে