যশোর প্রতিনিধি

নাশকতার মামলায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর বিএনপির তিন নেতাকে আবার আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলার অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয় ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান।
যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘কারা ফটক থেকে কাউকে আটক করা হয়নি। নওয়াপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। একটি মামলা থেকে তাঁরা জামিন নিয়েছেন, নাশকতার অন্য মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এদিকে আজ (মঙ্গলবার) কোনো কর্মসূচি না থাকলেও জেলায় থেমে নেই বিএনপি নেতা-কর্মীদের আটক অভিযান। গতকাল সোমবার বিকেল থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
এর মধ্যে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে শার্শা উপজেলার নাভারণ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান ও কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়েছে। একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা ও নির্মম নির্যাতন করে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাজপথে বিএনপির আজ কোনো কর্মসূচি না থাকলেও পুলিশ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। দলের নেতা-কর্মীরা গ্রেপ্তার এড়াতে ঘরে থাকছেন না। এই শীতের মধ্যে তাঁরা গ্রামের মাঠে-ঘাটে রাত জেগে মানবেতর জীবন যাপন করছেন । এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। জনগণ ঠিকই এর জবাব দেবে।’

নাশকতার মামলায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর বিএনপির তিন নেতাকে আবার আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলার অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয় ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান।
যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘কারা ফটক থেকে কাউকে আটক করা হয়নি। নওয়াপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। একটি মামলা থেকে তাঁরা জামিন নিয়েছেন, নাশকতার অন্য মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এদিকে আজ (মঙ্গলবার) কোনো কর্মসূচি না থাকলেও জেলায় থেমে নেই বিএনপি নেতা-কর্মীদের আটক অভিযান। গতকাল সোমবার বিকেল থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
এর মধ্যে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে শার্শা উপজেলার নাভারণ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান ও কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়েছে। একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা ও নির্মম নির্যাতন করে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাজপথে বিএনপির আজ কোনো কর্মসূচি না থাকলেও পুলিশ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। দলের নেতা-কর্মীরা গ্রেপ্তার এড়াতে ঘরে থাকছেন না। এই শীতের মধ্যে তাঁরা গ্রামের মাঠে-ঘাটে রাত জেগে মানবেতর জীবন যাপন করছেন । এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। জনগণ ঠিকই এর জবাব দেবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে