
খালাতো বোনের বিয়ে আগামী শুক্রবার। বাড়িতে চলছে গান বাজনা। আত্মীয়স্বজনরা টুকটাক আসা শুরু করেছেন। আগে থেকে বাড়িঘর সাজাতে হবে, আনন্দ করতে হবে। ঘর সাজিয়ে, গেট সাজিয়ে বর পক্ষ থেকে নিতে হবে নগদ টাকা। কত কি ভাবনা ছিল কিশোর নয়নের মনে। সেই আনন্দ থেকে ঝিকরগাছার গদখালি এলাকায় দুই বন্ধু তহিদুর রহমান ও জীবন হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হন নয়ন। ফুল নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিন বন্ধু। আনন্দের পরিবর্তে সেখানে এখন কান্নার রোল পড়েছে।
আজ বুধবার বেলা ১১ টারদিকে যশোরের ঝিকরগাছার বেনেয়ালী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিন কিশোরের মধ্যে নয়ন ও তোহিদুরের বাড়ি মনিরামপুর উপজেলার রোহিতা নোয়াপাড়ায়। নিহত জীবন হোসেনের বাড়ি যশোর শহরতলীর শংকরপুরে। নয়ন নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের এবং তোহিদুর হাসান আলীর ছেলে। পাত্রী মিতু নয়নের খালাত বোন এবং জীবনের মামাত বোন। তোহিদুর সম্পর্কে নয়নের বন্ধু। তাঁদের তিনজনেরই বয়স ১৮-১৯ বছরের মধ্যে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি নিহত জীবন হোসেনের। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ তাঁদের সামনে একটি ভ্যান পড়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তাঁরা। গাড়িতে গতি বেশি থাকার ফলে অনেকখানি রাস্তা তারা হিঁচড়ে যান। পরে একটি ইজিবাইক চাপা দিলে ঘটনাস্থলে মারা যান জীবন।। পরে হাসপাতালে নিলে অপর দুজন মারা যান।
স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন বলেন, শুক্রবার মগরবের মেয়ে বিয়ে। সেই আনন্দে বাড়ি সাজাতে গদখালি ফুল আনতে যায় ওই তিন কিশোর। ফুল নিয়ে বাড়ি ফেরার পথে ঝিকরগাছার বেনিয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনই মারা যান।
নাভারন হাইওয়ে পুলিশের ওসি এএসএম আসাদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেল খুব গতিতে চলছিল। বেনিয়ালী এলাকায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় তাঁরা তিনজন। বাকি দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খালাতো বোনের বিয়ে আগামী শুক্রবার। বাড়িতে চলছে গান বাজনা। আত্মীয়স্বজনরা টুকটাক আসা শুরু করেছেন। আগে থেকে বাড়িঘর সাজাতে হবে, আনন্দ করতে হবে। ঘর সাজিয়ে, গেট সাজিয়ে বর পক্ষ থেকে নিতে হবে নগদ টাকা। কত কি ভাবনা ছিল কিশোর নয়নের মনে। সেই আনন্দ থেকে ঝিকরগাছার গদখালি এলাকায় দুই বন্ধু তহিদুর রহমান ও জীবন হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হন নয়ন। ফুল নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিন বন্ধু। আনন্দের পরিবর্তে সেখানে এখন কান্নার রোল পড়েছে।
আজ বুধবার বেলা ১১ টারদিকে যশোরের ঝিকরগাছার বেনেয়ালী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিন কিশোরের মধ্যে নয়ন ও তোহিদুরের বাড়ি মনিরামপুর উপজেলার রোহিতা নোয়াপাড়ায়। নিহত জীবন হোসেনের বাড়ি যশোর শহরতলীর শংকরপুরে। নয়ন নোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের এবং তোহিদুর হাসান আলীর ছেলে। পাত্রী মিতু নয়নের খালাত বোন এবং জীবনের মামাত বোন। তোহিদুর সম্পর্কে নয়নের বন্ধু। তাঁদের তিনজনেরই বয়স ১৮-১৯ বছরের মধ্যে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি নিহত জীবন হোসেনের। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ তাঁদের সামনে একটি ভ্যান পড়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তাঁরা। গাড়িতে গতি বেশি থাকার ফলে অনেকখানি রাস্তা তারা হিঁচড়ে যান। পরে একটি ইজিবাইক চাপা দিলে ঘটনাস্থলে মারা যান জীবন।। পরে হাসপাতালে নিলে অপর দুজন মারা যান।
স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন বলেন, শুক্রবার মগরবের মেয়ে বিয়ে। সেই আনন্দে বাড়ি সাজাতে গদখালি ফুল আনতে যায় ওই তিন কিশোর। ফুল নিয়ে বাড়ি ফেরার পথে ঝিকরগাছার বেনিয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনই মারা যান।
নাভারন হাইওয়ে পুলিশের ওসি এএসএম আসাদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেল খুব গতিতে চলছিল। বেনিয়ালী এলাকায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় তাঁরা তিনজন। বাকি দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে