বেনাপোল প্রতিনিধি

গত পাঁচ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮ হাজার ৮৪২ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয় আগামী ২৯ মার্চ আমদানির শেষ সময় নির্ধারণ করায় ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আনছেন।
জানা গেছে, বেনাপোল বন্দরে আমদানি করা নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় জাতের পেঁয়াজ। এরই মধ্যে পুরোদমে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। আমদানি বাড়ায় গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা থেকে কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসান হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলিম বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের বাজারমূল্য ছিল প্রতি কেজি ৩০ টাকা। এখন দেশীয় পেঁয়াজ বাজারে ওঠায় এবং ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধিতে কেজিতে ১০ টাকা দাম কমেছে।
ভারতীয় ট্রাকচালক অরিন্দম বলেন, ‘আমরা ভারতের নাসিক ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে পেঁয়াজ বেনাপোল বন্দরে নিয়ে আসছি।’
বন্দর শ্রমিক জাবেদ হোসেন বলেন, প্রায় দেড় বছর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এখন আবার আমদানি হচ্ছে। এতে কাজের চাপ বেড়েছে।
পেঁয়াজচাষি আব্দুল লতিফ বলেন, দেশীয় পেঁয়াজ যে সময় বাজারে আসে, সে সময় ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়ে যায়। আবার যখন দেশে পেঁয়াজের সংকট পড়ে, তখন আমদানি বন্ধ থাকে। এসবের কারণে চাষিরা পেঁয়াজ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন।
পেঁয়াজ আমদানিকারক শামিম গাজী বলেন, আগামী ২৯ মার্চের পর আপাতত আর পেঁয়াজ আমদানি করা যাবে না। তাই ওপারে ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত নিয়ে আসা হচ্ছে। এখন যে দাম পাওয়া যাচ্ছে, তাতে লোকসান হবে। নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি টন ১১১ থেকে ২৮০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে সরকারকে ৫ শতাংশ হারে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। পেঁয়াজ পচনশীল পণ্য। তাই ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত পাঁচ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮ হাজার ৮৪২ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয় আগামী ২৯ মার্চ আমদানির শেষ সময় নির্ধারণ করায় ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আনছেন।
জানা গেছে, বেনাপোল বন্দরে আমদানি করা নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় জাতের পেঁয়াজ। এরই মধ্যে পুরোদমে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। আমদানি বাড়ায় গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা থেকে কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসান হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলিম বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের বাজারমূল্য ছিল প্রতি কেজি ৩০ টাকা। এখন দেশীয় পেঁয়াজ বাজারে ওঠায় এবং ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধিতে কেজিতে ১০ টাকা দাম কমেছে।
ভারতীয় ট্রাকচালক অরিন্দম বলেন, ‘আমরা ভারতের নাসিক ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে পেঁয়াজ বেনাপোল বন্দরে নিয়ে আসছি।’
বন্দর শ্রমিক জাবেদ হোসেন বলেন, প্রায় দেড় বছর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এখন আবার আমদানি হচ্ছে। এতে কাজের চাপ বেড়েছে।
পেঁয়াজচাষি আব্দুল লতিফ বলেন, দেশীয় পেঁয়াজ যে সময় বাজারে আসে, সে সময় ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়ে যায়। আবার যখন দেশে পেঁয়াজের সংকট পড়ে, তখন আমদানি বন্ধ থাকে। এসবের কারণে চাষিরা পেঁয়াজ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন।
পেঁয়াজ আমদানিকারক শামিম গাজী বলেন, আগামী ২৯ মার্চের পর আপাতত আর পেঁয়াজ আমদানি করা যাবে না। তাই ওপারে ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত নিয়ে আসা হচ্ছে। এখন যে দাম পাওয়া যাচ্ছে, তাতে লোকসান হবে। নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি টন ১১১ থেকে ২৮০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে সরকারকে ৫ শতাংশ হারে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। পেঁয়াজ পচনশীল পণ্য। তাই ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে