বেনাপোল (যশোর) প্রতিনিধি

রপ্তানি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে আটকে পড়া সয়াবিন খৈল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভারতে পাঠানো যাবে বলে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের বাইরে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ২১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় সয়াবিন খৈল রপ্তানি। এতে প্রায় ৫ শতাধিক ট্রাক পণ্য নিয়ে আটকা পড়ে বেনাপোল বন্দরে। আজ বুধবার সকাল থেকে আটকে পড়া সয়াবিন খৈলের ট্রাক শর্তসাপেক্ষে ভারতে ঢুকতে শুরু করেছে।
জানা যায়, দেশে পোলট্রি শিল্পে সয়াবিন খৈলের চাহিদা বছরে ১৫ লাখ টন। যার প্রায় অধিকাংশ আমদানি করা হয় চীন, অস্ট্রেলিয়াসহ বাইরের কয়েকটি দেশ থেকে। আর অতিরিক্ত মুনাফার আশায় এক শ্রেণির রপ্তানিকারকেরা পোলট্রি ফিড তৈরির প্রধান উপকরণ সয়াবিন খৈল রপ্তানি করছিল ভারত ও নেপালে। এতে দেশে পোলট্রি খাবার ও মুরগি মাংসের দাম বেড়ে যায়। ঊর্ধ্বগতি রুখতে ও বাজার নিয়ন্ত্রণে দেশে পোলট্রি উদ্যোক্তাদের দাবির মুখে সরকার দেশের বাইরে সয়াবিন খৈল রপ্তানি বন্ধ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখার উপসচিব নাজনীন পারভিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাপ্তাহিক ছুটিসহ নানা কারণে ১৩ অক্টোবর পর্যন্ত এলসি বা টিটির চালান যেগুলো ২১ অক্টোবরের মধ্যে ভারতে রপ্তানি করতে পারেনি ওই সব চালানের অবশিষ্ট ট্রাক ভারতে প্রবেশ করাতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হল। এমন ঘোষণায় পণ্য নিয়ে আটকে পড়া ট্রাকগুলো আবারে ভারতে ঢুকতে শুরু করে।
এ ব্যাপারে বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বলেন, রপ্তানি নিষেধাজ্ঞায় বন্দরে আটকে পড়া সয়াবিন খৈলের গেট পাশ করা ছিল। ফলে বিপত্তিতে পড়ে রপ্তানিকারকেরা। এতে কিছুদিনের জন্য রপ্তানির সুযোগ চাওয়া হয়। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় আমলে নিয়ে নতুন করে নির্দেশনা জারি করে।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত সয়াবিন খৈলের ট্রাক ভারতে রপ্তানি করা যাবে। এরপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা আবারও জারি থাকবে। দ্রুত যাতে আটকে পড়া পণ্য বোঝায় ট্রাক ভারতে ঢুকতে পারে তার জন্য কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিক হয়ে কাজ করছে।

রপ্তানি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে আটকে পড়া সয়াবিন খৈল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভারতে পাঠানো যাবে বলে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের বাইরে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ২১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় সয়াবিন খৈল রপ্তানি। এতে প্রায় ৫ শতাধিক ট্রাক পণ্য নিয়ে আটকা পড়ে বেনাপোল বন্দরে। আজ বুধবার সকাল থেকে আটকে পড়া সয়াবিন খৈলের ট্রাক শর্তসাপেক্ষে ভারতে ঢুকতে শুরু করেছে।
জানা যায়, দেশে পোলট্রি শিল্পে সয়াবিন খৈলের চাহিদা বছরে ১৫ লাখ টন। যার প্রায় অধিকাংশ আমদানি করা হয় চীন, অস্ট্রেলিয়াসহ বাইরের কয়েকটি দেশ থেকে। আর অতিরিক্ত মুনাফার আশায় এক শ্রেণির রপ্তানিকারকেরা পোলট্রি ফিড তৈরির প্রধান উপকরণ সয়াবিন খৈল রপ্তানি করছিল ভারত ও নেপালে। এতে দেশে পোলট্রি খাবার ও মুরগি মাংসের দাম বেড়ে যায়। ঊর্ধ্বগতি রুখতে ও বাজার নিয়ন্ত্রণে দেশে পোলট্রি উদ্যোক্তাদের দাবির মুখে সরকার দেশের বাইরে সয়াবিন খৈল রপ্তানি বন্ধ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখার উপসচিব নাজনীন পারভিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাপ্তাহিক ছুটিসহ নানা কারণে ১৩ অক্টোবর পর্যন্ত এলসি বা টিটির চালান যেগুলো ২১ অক্টোবরের মধ্যে ভারতে রপ্তানি করতে পারেনি ওই সব চালানের অবশিষ্ট ট্রাক ভারতে প্রবেশ করাতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হল। এমন ঘোষণায় পণ্য নিয়ে আটকে পড়া ট্রাকগুলো আবারে ভারতে ঢুকতে শুরু করে।
এ ব্যাপারে বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বলেন, রপ্তানি নিষেধাজ্ঞায় বন্দরে আটকে পড়া সয়াবিন খৈলের গেট পাশ করা ছিল। ফলে বিপত্তিতে পড়ে রপ্তানিকারকেরা। এতে কিছুদিনের জন্য রপ্তানির সুযোগ চাওয়া হয়। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় আমলে নিয়ে নতুন করে নির্দেশনা জারি করে।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত সয়াবিন খৈলের ট্রাক ভারতে রপ্তানি করা যাবে। এরপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা আবারও জারি থাকবে। দ্রুত যাতে আটকে পড়া পণ্য বোঝায় ট্রাক ভারতে ঢুকতে পারে তার জন্য কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিক হয়ে কাজ করছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে