প্রতিনিধি, শার্শা

প্রায় আড়াই মাস পর ভারত থেকে আবারও চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেন আমদানি শুরু করেছে বাংলাদেশ। এর আগে ভারতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ওই দেশের সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করেন। বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমে আসায় দেশটি আবার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি শুরু করেছে।
বেনাপোল বন্দরের আমদানি ও রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫ হাজার টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। যা চিকিৎসা খাতে ব্যবহৃত হয়। ভারত ধীরে ধীর স্বাভাবিকের দিকে গেলেও বর্তমানে বাংলাদেশে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।
সহসভাপতি আরও জানান, গতকাল রোববার ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। অথচ আড়াই মাস আগে দেশটিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখের ওপরে। মৃত্যু সংখ্যা ছিল ৪ হাজারের বেশি। এদিকে গতকাল বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের।
বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক একেএম সাইফুদ্দিন জানান, নিষেধাজ্ঞার কারণে এত দিন ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। কিন্তু গেল দুই দিনে ভারত ১৯০ টন অক্সিজেন আমদানি হয়েছে। অক্সিজেন আমদানিকারক হিসেবে ছিল বাংলাদেশের লিনডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এবং রপ্তানিকারক হিসেবে ছিল ভারতের লিনডে ইন্ডিয়া। বন্দর থেকে অক্সিজেন ছাড় করাতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সারতি এন্টারপ্রাইজ। করোনাকালীন এ সময়ে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরি অক্সিজেন যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রায় আড়াই মাস পর ভারত থেকে আবারও চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেন আমদানি শুরু করেছে বাংলাদেশ। এর আগে ভারতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ওই দেশের সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করেন। বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমে আসায় দেশটি আবার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি শুরু করেছে।
বেনাপোল বন্দরের আমদানি ও রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫ হাজার টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। যা চিকিৎসা খাতে ব্যবহৃত হয়। ভারত ধীরে ধীর স্বাভাবিকের দিকে গেলেও বর্তমানে বাংলাদেশে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।
সহসভাপতি আরও জানান, গতকাল রোববার ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। অথচ আড়াই মাস আগে দেশটিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখের ওপরে। মৃত্যু সংখ্যা ছিল ৪ হাজারের বেশি। এদিকে গতকাল বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের।
বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক একেএম সাইফুদ্দিন জানান, নিষেধাজ্ঞার কারণে এত দিন ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। কিন্তু গেল দুই দিনে ভারত ১৯০ টন অক্সিজেন আমদানি হয়েছে। অক্সিজেন আমদানিকারক হিসেবে ছিল বাংলাদেশের লিনডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এবং রপ্তানিকারক হিসেবে ছিল ভারতের লিনডে ইন্ডিয়া। বন্দর থেকে অক্সিজেন ছাড় করাতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সারতি এন্টারপ্রাইজ। করোনাকালীন এ সময়ে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরি অক্সিজেন যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে