যশোর প্রতিনিধি

যশোরে বিএনপির সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাধা উপেক্ষা করে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের লালদীঘিতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ হয়। সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতারা অভিযোগ করেন, জনসভায় আসার পথে নেতা-কর্মীদের বাধা, বিনা উসকানিতে লাঠিপেটা ও সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
তবে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি কাউকে আটকও করা হয়নি।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে এই জনসমাবেশ করা হয়।
দুপুর থেকে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করে। তবে এর আগে থেকেই পুলিশ লালদীঘি এলাকা নিয়ন্ত্রণে নেয়। সভায় নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসলে বাধা দেয়। এমনকি বিনা উসকানিতে লাঠিপেটাও করেছে পুলিশ। তা ছাড়া সাতজন নেতা-কর্মীকে আটক করেছে। তারপরও তাঁরা জনসভা করেছেন।
বিকেলে জনসভায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে রয়েছি। এই সময়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনার যে শপথ নিয়েছি, সেই শপথ থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। পুলিশ দিয়ে এই সরকার নেতা-কর্মীদের হামলা করালেও আমরা পিছপা হব না। আমরা যদি স্বেচ্ছায় কারাবরণ করি; তাহলে আপনাদের কারাগারে জায়গা হবে না। ফলে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে ঝামেলা করবেন না।’
জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু, টি এস আইয়ুব, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ। জনসভায় জেলা ও আট উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যশোরে বিএনপির সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাধা উপেক্ষা করে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের লালদীঘিতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ হয়। সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতারা অভিযোগ করেন, জনসভায় আসার পথে নেতা-কর্মীদের বাধা, বিনা উসকানিতে লাঠিপেটা ও সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
তবে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি কাউকে আটকও করা হয়নি।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে এই জনসমাবেশ করা হয়।
দুপুর থেকে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করে। তবে এর আগে থেকেই পুলিশ লালদীঘি এলাকা নিয়ন্ত্রণে নেয়। সভায় নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসলে বাধা দেয়। এমনকি বিনা উসকানিতে লাঠিপেটাও করেছে পুলিশ। তা ছাড়া সাতজন নেতা-কর্মীকে আটক করেছে। তারপরও তাঁরা জনসভা করেছেন।
বিকেলে জনসভায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে রয়েছি। এই সময়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনার যে শপথ নিয়েছি, সেই শপথ থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। পুলিশ দিয়ে এই সরকার নেতা-কর্মীদের হামলা করালেও আমরা পিছপা হব না। আমরা যদি স্বেচ্ছায় কারাবরণ করি; তাহলে আপনাদের কারাগারে জায়গা হবে না। ফলে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে ঝামেলা করবেন না।’
জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু, টি এস আইয়ুব, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ। জনসভায় জেলা ও আট উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৪ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে