ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
২৩ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
৩৮ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে