ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে