হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাজারগুলোতে সবজি দাম প্রতিদিনই বাড়ছে। একমাত্র কচুমুখী ছাড়া সব ধরনের সবজি সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
হবিগঞ্জের চৌধুরী বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। টমেটো ও গাজর প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৮০ টাকায়। চিচিঙ্গা, বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, কাঁচা পেঁপে, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া বরবটি ৬০ টাকা, ধুন্দুল ৪০ টাকা, লাউ এবং কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৫০ টাকা, ধনেপাতা ২০০ টাকা বিক্রি হচ্ছে। শুধুমাত্র আগের দামে বিক্রি হচ্ছে কচুমুখী ২৫ টাকা, বড় আলু ২০ টাকা ও দেশি আলু ২৫ টাকা কেজি। এ ছাড়া লেবু বিক্রি হচ্ছে ১৫ টাকা হালি।
এ বিষয়ে সবজি কিনতে আসা এনজিও কর্মী সীমান্ত বড়ুয়া বলেন, প্রত্যেকটি সবজির দামই বেড়েছে। ৫০০ টাকা নিয়ে বাজার আসলে ৫ কেজি সবজিও কেনা যায় না। আমাদের মতো মধ্যম আয়ের লোকজন কীভাবে বাঁচব? যা বেতন পাই তা দিয়ে আর চলার অবস্থা নাই।
বানিয়াচংয়ের সাঙ্গর গ্রামের কৃষক মো. লুৎফুর রহমান বলেন, বর্ষাকাল ছাড়া কোনো সময় আমাদের সবজি কিনতে হয় না। নিজের খেতেই সবজি চাষ করি। বাজারে আসছিলাম অন্য একটা কাজে। ভাবলাম কিছু সবজি কিনব। কিন্তু সবজির যে দাম তাতে এক কেজিও কিনতে পারছি না।
সরোয়ার আলম নামে অপর এক ক্রেতা বলেন, আগে মাসে দেড়-দুই হাজার টাকার সবজি কিনলে সারা মাস চলে যেত। এখন যে অবস্থা ১৫ দিনের সবজিও ২ হাজার টাকা দিয়ে কেনা যাচ্ছে না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়েছে।
এ ব্যাপারে খুচরা বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে। তবে শীতকালীন মৌসুমে সবজির দাম শিগগিরই কমবে বলে আশা করছি।

হবিগঞ্জের বাজারগুলোতে সবজি দাম প্রতিদিনই বাড়ছে। একমাত্র কচুমুখী ছাড়া সব ধরনের সবজি সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাঁরাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
হবিগঞ্জের চৌধুরী বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। টমেটো ও গাজর প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৮০ টাকায়। চিচিঙ্গা, বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, কাঁচা পেঁপে, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এ ছাড়া বরবটি ৬০ টাকা, ধুন্দুল ৪০ টাকা, লাউ এবং কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৫০ টাকা, ধনেপাতা ২০০ টাকা বিক্রি হচ্ছে। শুধুমাত্র আগের দামে বিক্রি হচ্ছে কচুমুখী ২৫ টাকা, বড় আলু ২০ টাকা ও দেশি আলু ২৫ টাকা কেজি। এ ছাড়া লেবু বিক্রি হচ্ছে ১৫ টাকা হালি।
এ বিষয়ে সবজি কিনতে আসা এনজিও কর্মী সীমান্ত বড়ুয়া বলেন, প্রত্যেকটি সবজির দামই বেড়েছে। ৫০০ টাকা নিয়ে বাজার আসলে ৫ কেজি সবজিও কেনা যায় না। আমাদের মতো মধ্যম আয়ের লোকজন কীভাবে বাঁচব? যা বেতন পাই তা দিয়ে আর চলার অবস্থা নাই।
বানিয়াচংয়ের সাঙ্গর গ্রামের কৃষক মো. লুৎফুর রহমান বলেন, বর্ষাকাল ছাড়া কোনো সময় আমাদের সবজি কিনতে হয় না। নিজের খেতেই সবজি চাষ করি। বাজারে আসছিলাম অন্য একটা কাজে। ভাবলাম কিছু সবজি কিনব। কিন্তু সবজির যে দাম তাতে এক কেজিও কিনতে পারছি না।
সরোয়ার আলম নামে অপর এক ক্রেতা বলেন, আগে মাসে দেড়-দুই হাজার টাকার সবজি কিনলে সারা মাস চলে যেত। এখন যে অবস্থা ১৫ দিনের সবজিও ২ হাজার টাকা দিয়ে কেনা যাচ্ছে না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়েছে।
এ ব্যাপারে খুচরা বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে। তবে শীতকালীন মৌসুমে সবজির দাম শিগগিরই কমবে বলে আশা করছি।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে