Ajker Patrika

ভিমরুলের কামড়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

প্রতিনিধি, হবিগঞ্জ
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১: ২৩
ভিমরুলের কামড়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছেন দম্পতি। আজ শনিবার ভোরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মৃতরা হলেন, আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর জুম্মাহাটীর বাসিন্দা মৃত মুন্সিউল্যার ছেলে আবুল মিয়া (৮০) এবং তাঁর স্ত্রী অযিতননেছা (৫৫)।

প্রতিবেশীরা জানান, নিজেদের জায়গা–জমি না থাকায় ২০ বছর ধরে গ্রামের মাসুক মিয়া নামে এক বাসিন্দার জায়গায় ঘর বানিয়ে থাকতেন ওই দম্পতি। তাদের কোনো সন্তান ছিল না।

গতকাল শুক্রবার বিকেলে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আবুল মিয়া ও তাঁর স্ত্রী। এ সময় ঘরের সামনের আম গাছ থেকে ভিমরুলের একটি বাসা ভেঙে পড়ে তাঁদের দরজার সামনে। সঙ্গে সঙ্গে ভিমরুলের ঝাঁক আবুল মিয়ার ঘরে প্রবেশ করে দুজনকে কামড়াতে থাকে। 

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোরে তাঁদের মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মনির হোসাইন বলেন, বহু ভিমরুলের কামড়ে তাঁদের শরীরে প্রচুর বিষক্রিয়ার সৃষ্টি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যাওয়ার ছাড়পত্র দিই। কিন্তু তাঁরা যেতে চাননি। শেষ রাতের দিকে দুইজনই মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত