হবিগঞ্জ প্রতিনিধি

আত্মীয়ের বাড়ি থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে প্রসব যন্ত্রণা উঠে এক নারীর। পরে ওই বাসেই সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি নিয়ে হবিগঞ্জ বাস টার্মিনালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো টার্মিনালে বিতরণ করা হয় মিষ্টি। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাসভাড়া ফ্রি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
সন্তান জন্ম দেওয়া নারীর নাম নুননাহার বেগম। তিনি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ‘ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে (সিলেট ব ১১-০১০৬) হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা উঠে। একপর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।’
তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকের বাস ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করি।’
শংক শুভ্র রায় বলেন, ‘মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সন্ধ্যার পর তারা নিজ বাড়ি কাশিপুরের উদ্দেশে বাস টার্মিনাল ত্যাগ করেন।’
নবজাতকের বাবা জাহেদুল ইসলাম বলেন, ‘এটি আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছে।’
তিনি বলেন, ‘মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছে আল্লাহ যেন তাদের ভালো করেন।’
বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘ওই নারীকে ধন্যবাদ জানাতে হয়। সে অনেক সাহসী। বাসের মধ্যে প্রসব যন্ত্রণা উঠলেও সাহস রেখে ধৈর্য ধরেছে।

আত্মীয়ের বাড়ি থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে প্রসব যন্ত্রণা উঠে এক নারীর। পরে ওই বাসেই সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি নিয়ে হবিগঞ্জ বাস টার্মিনালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো টার্মিনালে বিতরণ করা হয় মিষ্টি। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাসভাড়া ফ্রি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
সন্তান জন্ম দেওয়া নারীর নাম নুননাহার বেগম। তিনি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ‘ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে (সিলেট ব ১১-০১০৬) হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা উঠে। একপর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।’
তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকের বাস ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করি।’
শংক শুভ্র রায় বলেন, ‘মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সন্ধ্যার পর তারা নিজ বাড়ি কাশিপুরের উদ্দেশে বাস টার্মিনাল ত্যাগ করেন।’
নবজাতকের বাবা জাহেদুল ইসলাম বলেন, ‘এটি আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছে।’
তিনি বলেন, ‘মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছে আল্লাহ যেন তাদের ভালো করেন।’
বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘ওই নারীকে ধন্যবাদ জানাতে হয়। সে অনেক সাহসী। বাসের মধ্যে প্রসব যন্ত্রণা উঠলেও সাহস রেখে ধৈর্য ধরেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৯ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৯ মিনিট আগে