কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৮ ঘণ্টা আগে