টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিরল রোগে আক্রান্ত কিশোর হাফিজুর মোল্লা বাকুর (১৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ ওই কিশোরের চিকিৎসায় ১০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন।
বিরল রোগে আক্রান্ত কিশোর ওই গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে। আজ সোমবার উপজেলার কুশলী গ্রামে গিয়ে ওই কিশোরের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন ওই সমাজসেবা কর্মকর্তা।
মো. হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমাজসেবার ইউনিট রয়েছে। আমাদের এই ইউনিটের মাধ্যমে বাকুকে ওই হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি এখান থেকে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। চিকিৎসা গ্রহণের প্রাথমিক খরচ হিসেবে তাকে আমরা ১০ হাজার টাকার অনুদান দিয়েছি। অনুদান পাওয়ার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে এই অনুদানের টাকা দিয়েছি।’
বাকুর মা রুহিয়া বেগম বলেন, ‘আমার ছেলে জন্মের পর থেকে সুস্থ জীবন যাপন করছিল। বয়স ১০ বছর হওয়ার পর সে এই রোগে আক্রান্ত হয়। স্কুলে যেতে পারেনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ২ লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে টাকা নেই, তাই চিকিৎসা করাতে পারিনি। এখন সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের ১০ হাজার টাকা দিয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমরা সেখানে তাকে ভর্তি করাব।’
কিশোর বাকু বলে, ‘এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পড়াশোনা করতে পারিনি। মাঝে মাঝে জ্বর হয়। পায়ে ব্যথা হয়। পা খুব ফুলে যাওয়ায় কাজ করতে অসুবিধা হয়। সমাজসেবা অধিদপ্তর আমার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে চেয়েছেন। আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চাই।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিরল রোগে আক্রান্ত কিশোর হাফিজুর মোল্লা বাকুর (১৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ ওই কিশোরের চিকিৎসায় ১০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন।
বিরল রোগে আক্রান্ত কিশোর ওই গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে। আজ সোমবার উপজেলার কুশলী গ্রামে গিয়ে ওই কিশোরের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন ওই সমাজসেবা কর্মকর্তা।
মো. হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমাজসেবার ইউনিট রয়েছে। আমাদের এই ইউনিটের মাধ্যমে বাকুকে ওই হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি এখান থেকে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। চিকিৎসা গ্রহণের প্রাথমিক খরচ হিসেবে তাকে আমরা ১০ হাজার টাকার অনুদান দিয়েছি। অনুদান পাওয়ার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে এই অনুদানের টাকা দিয়েছি।’
বাকুর মা রুহিয়া বেগম বলেন, ‘আমার ছেলে জন্মের পর থেকে সুস্থ জীবন যাপন করছিল। বয়স ১০ বছর হওয়ার পর সে এই রোগে আক্রান্ত হয়। স্কুলে যেতে পারেনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ২ লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে টাকা নেই, তাই চিকিৎসা করাতে পারিনি। এখন সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের ১০ হাজার টাকা দিয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমরা সেখানে তাকে ভর্তি করাব।’
কিশোর বাকু বলে, ‘এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পড়াশোনা করতে পারিনি। মাঝে মাঝে জ্বর হয়। পায়ে ব্যথা হয়। পা খুব ফুলে যাওয়ায় কাজ করতে অসুবিধা হয়। সমাজসেবা অধিদপ্তর আমার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে চেয়েছেন। আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চাই।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১৭ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
ফরিদপুরে এক রাতে দুই স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলায় মহাসড়কের পাশের একটি পেট্রলপাম্পে ঢোকে ১১ সদস্যের ডাকাত দল। মাত্র ৫ মিনিটে কর্মচারীদের বেঁধে রেখে প্রায় ২ লাখ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। অন্যদিকে একই রাতে বোয়ালমারী উপজেলার
২৭ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
৩৩ মিনিট আগে