
কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টের দুটি ফ্লাইওভার। আজ সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ও বেলা ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর নির্মিত দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
জানা যায়, এ মহাসড়কে ১ নম্বর প্যাকেজের অধীনে শফিপুর ও নাওজোর এলাকায় দুটি ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১০ মিটার দৈর্ঘ্য নাওজোর ফ্লাইওভার ও ২০১৯ সালের জুন মাসে ১০৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২৬২ মিটার দৈর্ঘ্য শফিপুর ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়। ফ্লাইওভার দুটি ৯৮ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদ সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে ফ্লাইওভার দুটিতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
গাজীপুর সড়ক বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। এগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো।
ফ্লাইওভার দিয়ে চলাচলকারী প্রাইভেট কারের চালক মোমেনুল ইসলাম বলেন, ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই সড়কে আগের মতো যানজট হবে না।
ইসলাম মিয়া নামের অপর এক বাসচালক বলেন, ‘আমার ঘরে একজন নতুন অতিথি অথবা নতুন কিছু পেলে যেমন আনন্দ পাই। ঠিক চালক হিসেবে ততোই আন্দন লাগছে। ঈদ এলে বোঝা যেত যানজট কত ভোগান্তির! এখন ভোগান্তি অনেকটা কমবে।’
সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, আজ ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবু যানজটের কথা মাথায় নিয়ে সরকার ফ্লাইওভার খুলে দিয়েছে। এই ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এই সড়কে যানজট কমে যাবে। সাজেক প্রজেক্ট-১-এর আওতায় নাওজোর ফ্লাইওভারের নির্মাণকাজ হয়েছে।
প্রজেক্টের পরিচালক এ কে এম নূরুল আমিন বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ফ্লাইওভারগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। ঈদের পরপরই ছোট ছোট কাজগুলো শেষ হবে।

কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টের দুটি ফ্লাইওভার। আজ সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ও বেলা ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর নির্মিত দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
জানা যায়, এ মহাসড়কে ১ নম্বর প্যাকেজের অধীনে শফিপুর ও নাওজোর এলাকায় দুটি ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১০ মিটার দৈর্ঘ্য নাওজোর ফ্লাইওভার ও ২০১৯ সালের জুন মাসে ১০৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২৬২ মিটার দৈর্ঘ্য শফিপুর ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়। ফ্লাইওভার দুটি ৯৮ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এখন রেলিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদ সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে ফ্লাইওভার দুটিতে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
গাজীপুর সড়ক বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। এগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো।
ফ্লাইওভার দিয়ে চলাচলকারী প্রাইভেট কারের চালক মোমেনুল ইসলাম বলেন, ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার ফলে এই সড়কে আগের মতো যানজট হবে না।
ইসলাম মিয়া নামের অপর এক বাসচালক বলেন, ‘আমার ঘরে একজন নতুন অতিথি অথবা নতুন কিছু পেলে যেমন আনন্দ পাই। ঠিক চালক হিসেবে ততোই আন্দন লাগছে। ঈদ এলে বোঝা যেত যানজট কত ভোগান্তির! এখন ভোগান্তি অনেকটা কমবে।’
সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, আজ ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবু যানজটের কথা মাথায় নিয়ে সরকার ফ্লাইওভার খুলে দিয়েছে। এই ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এই সড়কে যানজট কমে যাবে। সাজেক প্রজেক্ট-১-এর আওতায় নাওজোর ফ্লাইওভারের নির্মাণকাজ হয়েছে।
প্রজেক্টের পরিচালক এ কে এম নূরুল আমিন বলেন, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ফ্লাইওভারগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি থাকলেও যানবাহন চলাচলে কোনো সমস্যা নেই। ঈদের পরপরই ছোট ছোট কাজগুলো শেষ হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে