Ajker Patrika

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল চিরকুট

গাজীপুরের শ্রীপুরে আরজিনা আক্তার নামে (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। 

আজ সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই স্কুলছাত্রী উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে স্থানীয় ধনুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। 

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। আত্মহত্যার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। স্বজনেরা আত্মহত্যার কারণ জানাতে পারেনি। মরদেহর পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’ 

ধনুয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেলিম বলেন, ‘সে খুবই মেধাবী ছাত্রী ছিল। তার শ্রেণি রোল নম্বর দ্বিতীয়। স্কুলে উপস্থিতি ভালো ছিল। আজ সকালে তার স্বজনেরা আমাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে সে আত্মহত্যা করছে সে বিষয়ে কিছু বলেনি।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি। আমাকে সবাই মাফ করবেন।’’ 

ওসি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত